মালদা: দীর্ঘদেহী গঙ্গা এবং শীর্নদেহী ফুলহার নদীর মধ্যবর্তী বক্ষদেশকে দীর্ঘকাল ধরে শিক্ষা দীক্ষায় আলোকিত করে আসা দিয়ারা অঞ্চলের যতগুলো শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে তাদের মধ্যে সুবিখ্যাত একটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম কাটাহা দিয়ারা উচ্চ বিদ্যালয়। হাটি হাটি পা পা করে এই শিক্ষালয় টি ৭৫ বছর অতিক্রম করতে চলেছে। এই পৌনে ১০০ বছরের সাধনার মাধ্যমে বিকশিত হয়েছে বহু মহীরুহ। এই বিদ্যালয়ের প্রাক্তনীদের মধ্যে অনেক জন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক,মহাবিদ্যালয়ের অধ্যাপক-অধ্যাপিকা, কলেজের প্রিন্সিপাল,বিদ্যালয় এর শিক্ষক-শিক্ষিকা, হাই এবং হায়ার সেকেন্ডারি স্কুলের হেডমাস্টার-হেড মিস্ট্রেস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সিভিল অফিসার, আর্মি অফিসার, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, পঞ্চায়েত লেভেল থেকে আরম্ভ করে পশ্চিমবাংলার বিধানসভার সদস্য, সমাজ কর্মী, লেখক, সাংবাদিক হয়ে দেশকে সেবা দান করে চলেছে।
রতুয়া থানার অন্তর্গত এই বিদ্যালয়টি উত্তর মালদার পশ্চাদপদ এলাকার শিক্ষাক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সকলের নজর কেড়েছে। এই শিক্ষা কেন্দ্রটির প্রাক্তন ছাত্র-ছাত্রী এবং বর্তমান শিক্ষার্থী, পরিচালন কমিটি, শিক্ষক-শিক্ষিকা সর্বসম্মতভাবে পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য আয়োজন করার উদ্যোগ গ্রহণ করেছে প্রস্তাবিতভাবে অনুষ্ঠানটি উদযাপিত হবে জুন মাসের ২২-২৩ তারিখে। গত ১৭ মার্চ বিদ্যালয় ভবনে প্রাক্তনী এবং শিক্ষক দের একটি সভা অনুষ্ঠিত হয় তাতে এই আয়োজনের বিশেষ বিশেষ বিষয় আলোচিত হয়, এই সভায়, গোপাল চন্দ্র প্রামাণিক, স্বপন চক্রবর্তী, অতুল চন্দ্র মন্ডল, ড: নাজিবর রহমান, পলাশ মুখার্জী, চিন্ময় কুমার দাস, আাশারি মন্ডল, দেবেন যাদব, গোরা মজুমদার, বিধু বাবু সহ ৩০ জন সদস্যের উপস্থিতিতে কর্ম পদ্ধতি নিয়ে আলোচনা হয় । সকলের সহযোগিতার মাধ্যমে প্রোগ্রাম সার্বিকভাবে সাফল্যমন্ডিত হবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন।