দেবজিৎ মুখার্জী, কলকাতা: আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে বিজেপিতে সরকারিভাবে যোগ দেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং নেমেই সরাসরি তৃণমূলকে বাংলায় ক্ষমতা থেকে সরানোর চ্যালেঞ্জ দিয়ে বসেন তিনি। কিন্তু বৃহস্পতিবার, অর্থাৎ ৭ই মার্চ, নারী দিবস উপলক্ষে তৃণমূলের র্যালি ও সমাবেশে প্রাক্তন বিচারপতিকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী, তথা তৃণমূল সুপ্রিমো, মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তিনি সরাসরি নাম নেননি তাঁর, তবে মুখ্যমন্ত্রীর আক্রমণ শুনেই বোঝা যাচ্ছিল যে এই বার্তা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্যেই বলা হয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বিচারপতির চেয়ারে বসে বিজেপি বাবু বিজেপিতে যোগদান করার কথা বলছেন। আপনাদের মনে হয় এদের থেকে আপনি বিচার পাবেন? আমরা অনেক আগে থেকেই বুঝতে পারতাম যে উনি বিজেপির ইশারায় চলছেন। তা না হলে কেউ এরম রায় দেয়? উনি রোজই অভিষেকের নাম করে গালি দিতেন। তবে একদিকে আমরা খুশি যে ওনার আসল মুখোশটা সকলের সামনে খুলে গিয়েছে। সুতরাং আপনি তৈরি থাকুন আপনি যেখানেই দাঁড়াবেন আমি ছাত্র নিয়ে যাবো। আপনি ওদের চাকরি খেয়েছেন। এবার ওরাই আপনার মোকাবিলা করবে। কাল থেকে জনগণ আপনার রায় দেবে।”
অন্যদিকে সন্দেশখালি নিয়েও এদিন মুখ খোলেন তৃণমূল সুপ্রিমো। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সন্দেশখালি নিয়ে অনেকে অনেক ভুয়ো সংবাদ ছড়িয়েছে চারিদিকে। যদি কোথাও কোন অন্যায় হয়ে থাকে, আমাদের সঙ্গে সঙ্গে জানালেই আমরা পদক্ষেপ নি। নিজের দলের নেতা-কর্মীদেরও গ্রেপ্তার করাতে আমরা ভাবিনা। আমি চ্যালেঞ্জ করে বলছি যে নারীরা সবচেয়ে বেশি সুরক্ষিত বাংলাতেই। বিজেপি শাসিত রাজ্যগুলিতে কোনো বিচারই হয়না। যখন মনিপুর জ্বলছিল, হাত্রাস জ্বলছিল, তখন বিজেপি নেতারা কোথায় ছিলেন?” এদিন সন্দেশখালি থেকেও বেশ কয়েকজন মহিলা এই র্যালিতে অংশগ্রহণ করেছেন।
আসন্ন লোকসভা নির্বাচনে ইভিএম নিয়েও জালিয়াতি হতে পারে, সেই কথাও জানালেন মুখ্যমন্ত্রী। দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনাদের সকলকে বলবো যে ইভিএম মেশিনটা ভালো করে দেখে নেবেন। ওদের পরিকল্পনা অনুযায়ী নাকি ২০টা জায়গায় চিপ লাগাচ্ছে। হয়তো যারা এজেন্ট হবে তাদের কাউকে কাউকে টাকা দিয়ে কিনেও নেবে। তাই আপনাদের এটাই বলবো যে আপনারা সবকিছু ভালো করে নজরে রাখবেন।”