নিউজ ডেস্ক: প্রিয় পাঠক দিনের শেষে বঙ্গ-ভারতী নিউজের তরফ থেকে আপনাদের কাছে তুলে ধরা হচ্ছে দিনের গুরুত্বপূর্ণ সব খবর। রাজ্য থেকে দেশ, কি ঘটলো ‘আজ সারাদিন’? দেখে নিন একনজরে এবং জেনে নিন বিস্তারিতভাবে।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দ্বারস্ত শুক্রবার সন্দেশখালির মহিলা ও পুরুষরা
শুক্রবার সন্দেশখালির মহিলা ও পুরুষরা দ্বারস্ত হলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। মোট ১১জনের দল রাষ্ট্রপতি ভবনে গিয়ে তাদের উপর হওয়ার অত্যাচারের কথা তুলে ধরলেন। সেই দলের সঙ্গে ছিলেন সেন্টার ফর এসসি এসটি সাপোর্ট এন্ড রিসার্চের অধ্যক্ষ পার্থ বিশ্বাস। যদিও পুরো ঘটনা শোনার পর রাষ্ট্রপতি কি বলেছেন, তা এখনো অবধি জানা যায়নি।
কিভাবে মুখ্যমন্ত্রী আঘাত পেলেন? জানালেন রাজ্যের মন্ত্রী ডাক্তার শশী পাঁজা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় আঘাত নিয়ে এবার মুখ খুলল তৃণমূল কংগ্রেস। পুরো ঘটনার ব্যাখ্যা দিলেন রাজ্যের মহিলা ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার শশী পাঁজা। তিনি সাফ জানিয়ে দেন যে ‘পুশ ফ্রম বিহাইন্ড’ ব্যাপারটি পুরোপুরি মিথ্যে। তিনি বলেন, “ঘটনাটি হচ্ছে সিনকোপ। অনেক সময় হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। এর সঙ্গে কেউ ধাক্কা দেওয়ার বিন্দুমাত্র কোন সম্পর্ক নেই। শরীরের মধ্যে হঠাৎ যদি অস্থিরতা দেখা দেয়, তাহলে সেই সময় যে কেউ পড়ে যেতেই পারে।”
বঙ্গ বিজেপিতে কামব্যাক অর্জুনের, যোগ দিলেন দিব্যেন্দু অধিকারীও
জল্পনায় সিলমোহর! অবশেষে গেরুয়া শিবিরে ফিরলেন অর্জুন সিং। পাশাপাশি, যোগ দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীও। দিল্লিতে অমিত মালব্যর হাত থেকে দলের পতাকা হাতে তুলে নেন দুজনেই। অর্জুন সিং বলেন, “গত বিধানসভা নির্বাচনের পর বাংলায় রাজনৈতিক হিংসা বেড়েছে এবং সেই কারণে দলের কর্মীদের বাঁচাতে আমি তৃণমূলে ফিরে আসি। দুষ্কৃতীদের সঙ্গে যুক্ত তৃণমূল। অন্যদিকে দিব্যেন্দু অধিকারী বলেন, “সন্দেশখালিতে নির্যাতিতদের পাশে দাঁড়িয়েছে বিজেপি। পাঁচশো বা হাজার টাকা দিয়ে মহিলাদের সম্মান জানানো যায়না। এই ব্যাপারে তৃণমূল পুরোপুরি ব্যর্থ।”
শনিবার ঘোষণা করা হবে লোকসভা নির্বাচনের দিনক্ষণ
এবার শুধুমাত্র সময়ের অপেক্ষা। রাত পোহালেই প্রকাশ্যে আসবে দেশের সবচেয়ে বড় নির্বাচনের তারিখ। পাশাপাশি, ঘোষণা হবে বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচনের সুচিও। দুপুর তিনটে নাগাদ সবকিছু প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। জানা গিয়েছে যে এবার নির্বাচন নয় দফার মধ্যে হতে পারে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সাত থেকে নয় দফার মধ্যে হওয়ার সম্ভনা বেশি। শুক্রবার বৈঠকে বসে এমন সিদ্ধান্ত নিয়েছেন সদ্য নিযুক্ত দুই কমিশনার সুখবীর সিং সান্ধু এবং জ্ঞানেশ কুমার।
সিএএর বিরোধিতা করে দায়ের ২০০র বেশি মামলা, শুনানি শুরু হবে ১৯শে মার্চ
সিএএ কার্যকর হতেই একাধিক সংগঠন দারস্ত হয়েছে সুপ্রিম কোর্টের। মামলা দায়ের করে তাদের অভিযোগ যে এই আইন সম্পূর্ণ সাংবিধানিক এবং মুসলিম বিরোধী। জানা গিয়েছে যে সবমিলিয়ে মোট ২০০র বেশি মামলা দায়ের হয়েছে শীর্ষ আদালতে। যদিও শুনানি কবে থেকে শুরু হবে তা জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার, অর্থাৎ ১৯শে মার্চ, শুরু হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত।
অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির সামনে হিন্দু ও শিখ শরণার্থীদের বিক্ষোভ, পাল্টা ‘পাকিস্তানি’ বলে কটাক্ষ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী
সিএএ বিরোধী মন্তব্যের জন্য এবার ক্ষোভের মুখে পড়লেন দিল্লির মুখ্যমন্ত্রী, তথা আমি আদমি পার্টি সুপ্রিমো, অরবিন্দ কেজরিওয়াল। তাঁর বাড়ির সামনে পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে আসা হিন্দু ও শিখ শরণার্থীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। সকলেরই দাবি যেন তিনি প্রকাশ্যে ক্ষমা চান এমন মন্তব্যের জন্য। যদিও সেই বিক্ষোভকারীদের পাল্টা পাকিস্তানি বলে কটাক্ষ করেন আপ সুপ্রিমো।
দিল্লি আবগারি মামলায় ইডির হাতে গ্রেফতার কেসিআর কন্যা কে কবিতা
লোকসভা নির্বাচনের আগে বড় ধাক্কা খেলো বিআরএস। দিল্লির আবগারি মামলায় এবার ইডির হাতে গ্রেফতার হলেন তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কেসিআরের কন্যা কে কবিতা। বারবার তলব করা হলেও তিনি তা এড়িয়ে যান। কিন্তু শুক্রবার, অর্থাৎ ১৫ই মার্চ, ইডি হানা দেয় তাঁর বাড়িতে এবং গ্রেফতার করে তাঁকে। শেষ খবর পাওয়া পর্যন্ত এই মুহূর্তে কেসিআর কন্যাকে নিয়ে যাওয়া হচ্ছে দিল্লিতে।
ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে দুর্নীতি প্রকাশ্যে আসতেই বিজেপিকে সোজা আক্রমণ করলো হাত শিবির
বিজেপির বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুললো কংগ্রেস। ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে দুর্নীতি নিয়ে এমন অভিযোগ করে হাত শিবির। বন্ড থেকে বিজেপির, বাকি রাজনৈতিক দলগুলি তুলনায়, সর্বোচ্চ আয় প্রকাশ্যে আসতেই কংগ্রেস নেতা জয়রাম রমেশ নিজের এক্স হ্যান্ডেলে তোলাবাজি সহ একাধিক অভিযোগ তোলে। হাত শিবিরের বক্তব্য যে রীতিমতো ‘ভার্চুয়াল মাফিয়ারাজ’ চালিয়েছে বর্তমান কেন্দ্রীয় সরকার।
‘আজ সারাদিন’ আজ এই পর্যন্তই। আগামীকাল আমরা ফের আপনাদের কাছে ফিরে আসবো দিনের সব নজরকাড়া খবর নিয়ে। ধন্যবাদ। শুভরাত্রি।