নিউজ ডেস্ক: প্রিয় পাঠক দিনের শেষে বঙ্গ-ভারতী নিউজের তরফ থেকে আপনাদের কাছে তুলে ধরা হচ্ছে দিনের গুরুত্বপূর্ণ সব খবর। রাজ্য থেকে দেশ, কি ঘটলো ‘আজ সারাদিন’? দেখে নিন একনজরে এবং জেনে নিন বিস্তারিতভাবে।
সিএএ নিয়ে বিস্ফোরক তথ্য পেশ করলেন তৃণমূলের রাজ্যসভা সংসদ সাকেত গোখলে
লোকসভা নির্বাচনের প্রাক্কালে নাগরিকত্ব সংশোধনী বিল (সিএএ) ঘিরে বিস্ফোরক তথ্য তুলে ধরলেন তৃণমূলের রাজ্যসভা সংসদ সাকেত গোখলে। নিজের এক্স হ্যান্ডেল থেকে তিনি এই আইনকে ‘জুমলা’ তকমা দিলেন। তিনি লেখেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই আইনকে শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার আইন বলে দাবি করেছেন। কিন্তু আমি বলে রাখি এটি একটি জুমলা ছাড়া আর কিছুই নয়। এর কারণ ২০১৪ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত যারা এসেছেন, তাদের মধ্যে মাত্র ৩১,৩১৩ জন নাগরিকত্ব পেতে পারেন। তা আমার প্রশ্ন যে সংখ্যালঘুদের নাগরিকত্ব কেড়ে নেওয়াই কি আসল লক্ষ্য? এর উত্তর আমরা চাই।”
লোকসভা নির্বাচনের জন্য আইপিএলের আধা পর্ব হতে পারে বিদেশের মাটিতে
আইপিএল শুরুর আগে বড় ধাক্কা খাওয়ার সম্ভাবনা রয়েছে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য। লোকসভা নির্বাচনের জন্য দেশের মাটিতে ভারতীয় ক্রিকেটের এই জনপ্রিয় ফ্রাঞ্চাইজি লিগ পুরো খেলা নাও হতে পারে। ইতিমধ্যেই অর্ধেক সূচি ঘোষণা করে দেওয়া হয়ে গেছে। টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ২২শে মার্চ। স্বাভাবিকভাবেই এমন খবর প্রকাশ্যে আসতে রীতিমত চিন্তায় পড়েছে তারা যারা স্টেডিয়ামে গিয়ে খেলার আনন্দ উপভোগ করতে বিশ্বাসী। জানা গিয়েছে যে বিসিসিআই ক্রিকেটারদের পাসপোর্ট অবধি চেয়েছে। মনে করা হচ্ছে যে আসন্ন আইপিএল মরসুমের দ্বিতীয় পর্ব খেলা হতে পারে সংযুক্ত আরব আমিরশাহীতে। যদিও ২০২০ সালে করোনা পরিস্থিতির জন্য দুবাইতেই অনুষ্ঠিত হয়েছিল ভারতীয় ক্রিকেটের সবচেয়ে উত্তেজনামূলক প্রতিযোগিতা।
লোকসভা নির্বাচনে বাংলায় কে থাকবে এগিয়ে? কি বলছে এবিপি আনন্দ ও সি-ভোটারের যৌথ সমীক্ষা প্রতিবেদন?
এবারের লোকসভা নির্বাচনে সমগ্র ভারতবর্ষের চোখ রয়েছে বাংলার উপর। দিদি না মোদি? কে এগিয়ে থাকবে এবারের দৌড়ে? ইতিমধ্যেই আসন্ন এই নির্বাচনকে নিয়ে সকলের উন্মাদনা তুঙ্গে পৌঁছে গেছে। তবে এরই মাঝে এলো এবিপি আনন্দ ও সি-ভোটারের যৌথ সমীক্ষা প্রতিবেদন, যা দাবি করছে যে লড়াই হাড্ডাহাড্ডি হবে ঠিকই কিন্তু সামান্য ভোটে হলেও এগিয়ে থাকবে শাসকদল তৃণমূল কংগ্রেস। প্রতিবেদন অনুযায়ী ৪২টি আসনের মধ্যে তৃণমূল পাবে ২৩টি এবং বিজেপি পাবে ১৯টি। অর্থাৎ খালি হাতে ফিরবে বাম-কংগ্রেস জোট। ভোট শতাংশ অনুযায়ী তৃণমূল পেতে পারে ৪২ এবং বিজেপি ৪১ শতাংশ ভোট।
“রক্ত নিয়ে কাউকে রাজনীতি করতে দেবোনা” লোকসভা নির্বাচনের প্রাক্কালে কড়াবার্তা রাজ্যপাল সিভি আনন্দ বোসের
নির্বাচন কমিশনের তরফ থেকে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার আগেই বাংলায় ভোট প্রসঙ্গে মুখ খুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শনিবার সকালে জলপথে তিনি বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং এরপরই মুখোমুখি হন সাংবাদিকদের। তাঁকে প্রশ্ন করা হয় বাংলার ভোট পরিস্থিতি নিয়ে। সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “কমিশন আজ কি সিদ্ধান্ত নেবে সেটার উপরই সবকিছু নির্ভর করছে। তবে আমি প্রথমদিন থেকেই রাস্তায় উপস্থিত থাকবো। আমার প্রধান লক্ষ্য হিংসা রোখা। সুতরাং আমার ক্ষমতা অনুযায়ী যতটা পারবো আমি করবো। প্রয়োজনে সকাল ছটা থেকে আমি রাস্তায় থাকবো। সাধারণ মানুষের রক্ত নিয়ে আমি কাউকে রাজনীতি করতে দেবোনা।”
দিল্লি দখলের লড়াইয়ে কে এগিয়ে? মোদি না রাহুল? কি বলছে এবিপি সি-ভোটারের সমীক্ষা?
শনিবার, অর্থাৎ ১৬ই মার্চ, ঘোষণা করা হবে আসন্ন লোকসভা নির্বাচনের দিনক্ষণ। আর কিছুক্ষণের মধ্যেই লড়াইয়ের ঘন্টা বাজিয়ে দেওয়া হবে নির্বাচন কমিশনের তরফ থেকে। যদিও তার অনেক আগে থেকেই রাজনৈতিক দলগুলি ময়দানে নেমে পড়েছিল প্রচার ও প্রার্থী বাছাই করতে। বরাবরই দিল্লি দখলের লড়াইতে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে সবার আগে থাকে জাতীয় কংগ্রেস ও ভারতীয় জনতা পার্টির নাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি না কংগ্রেস নেতা রাহুল গান্ধী? কে বসবে এবার দিল্লির মসনদে? এবিপি সি-ভোটারের সমীক্ষা থেকে উঠে এলো সেই উত্তর। তাতে দেখা গিয়েছে যে রাহুল গান্ধীর চেয়ে অনেকটাই এগিয়ে নরেন্দ্র মোদি। ৬৩ শতাংশ ভারতবাসীর চান যে মোদি আবার প্রধানমন্ত্রী হোক। অন্যদিকে রাহুল গান্ধী পেয়েছেন ২৮% সমর্থন। সবমিলিয়ে, দিল্লিতে যে ফের বিজেপি সরকারই আসবে তা কার্যত স্পষ্ট।
ঘোষণা করা হয়ে গেল লোকসভা নির্বাচনের দিনক্ষণ! জেনে নিন বাংলায় হবে কোন দিনগুলিতে?
অবশেষে অপেক্ষা হলো শেষ। বেজে গেল ঘন্টা! ঘোষণা করা হয়ে গেল লোকসভা নির্বাচনের দিনক্ষণ। নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়ে দেন যে সাত দফায় হবে এবারের নির্বাচন। ভোট শুরু হবে ১৯শে এপ্রিল এবং গণনা হবে জুন মাসের ৪ তারিখে। গতবারের মতো এবারও বাংলায় নির্বাচন হবে সাত দফায়। প্রথম দফার হবে ১৯ এপ্রিলে (কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি), দ্বিতীয় ২৬ এপ্রিলে (বালুরঘাট, দার্জিলিং ও রায়গঞ্জ), তৃতীয় ৭ মে (মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ ও বহরমপুর), চতুর্থ ১৩ মে (কৃষ্ণনগর, রানাঘাট, বীরভূম ও বোলপুর), পঞ্চম ২০ মে (হুগলি, হাওড়া, আরামবাগ ও উলুবেড়িয়া), ষষ্ঠ ২৫ মে (বাঁকুড়া, বিষ্ণুপুর ও তমলুক) এবং সপ্তম ১ জুন (বাংলার পশ্চিমের আসন)।
‘আজ সারাদিন’ আজ এই পর্যন্তই। আগামীকাল আমরা ফের আপনাদের কাছে ফিরে আসবো দিনের সব নজরকাড়া খবর নিয়ে। ধন্যবাদ। শুভরাত্রি।