নিউজ ডেস্ক: প্রিয় পাঠক নতুন সপ্তাহের শুরুতে বঙ্গ-ভারতী নিউজের তরফ থেকে আপনাদের কাছে তুলে ধরা হচ্ছে গত সপ্তাহের সেরা সব খবর। রাজ্য থেকে দেশ, কি ঘটলো শেষ সপ্তাহে? দেখে নিন একনজরে এবং জেনে নিন বিস্তারিতভাবে।
আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ইডির হাতে গ্রেফতারি
গতসপ্তাহের সেরা খবরের তালিকায় শীর্ষস্থানে দিল্লির মুখ্যমন্ত্রী, তথা আম আদমি পার্টি সুপ্রিমো, অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি। আবগারি দুর্নীতি মামলায় ইডি গ্রেফতার করে তাঁকে। এরপরই হইচই করে যায় গোটা রাজনৈতিক মহলে। বিরোধী রাজনৈতিক দলের মুখ্যমন্ত্রীরা এই গ্রেফতারের তীব্র নিন্দা করেন এবং দাবি করেন যে লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রের এমন বর্বরতা গণতন্ত্রে চরম আঘাত এনেছে। এখানেই শেষ নয়, জার্মানি অবধি এই ঘটনার তীব্র নিন্দা করেছে।
অন্যদিকে গোটা দিল্লি নিয়ে নেয় যুদ্ধক্ষেত্রের চেহারা। আম আদমি পার্টির কর্মী ও সমর্থকরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে পারে এই আশঙ্কায় প্রথমেই ১৪৪ ধারা জারি করে দেওয়া হয়েছিল গোটা রাজধানী জুড়ে। এখানেই শেষ নয়, আপ ও বিজেপির সদর দপ্তরের যাওয়ার সমস্ত রাস্তা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়। হাতে জলকামান নিয়ে চারিদিকে মোতায়েন করা হয়েছিল নিরাপত্তা বাহিনী। তবুও পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ায় কেজরিওয়ালের দলের নেতা ও মন্ত্রীরা। দুজনকে আটক অবধি করা হয়।
গ্রেফতারের পর প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে আপ সুপ্রিমো বলেন যে জেলের ভিতরে থেকেও তিনি মানুষকে সেবা করা চালিয়ে যাবেন। অরবিন্দ কেজরিওয়ালের বক্তব্য, “আমার জীবনটাই আমি নিজের দেশের নামে করে দিয়েছি। আমাকে গ্রেফতার করা হয়েছে ঠিকই, কিন্তু জেলের ভিতর থেকেও আমি মানুষ সেবার কাজ চালিয়ে যাবো।” অন্যদিকে কেজরিওয়ালের স্ত্রী সুনিতাও একটি বার্তা দেন ভিডিওর মাধ্যমে। তিনি বলেন, “লোহার তৈরি আপনাদের ভাই, আপনাদের ছেলে। পৃথিবীর কোন শক্তি ওনাকে জেলে বেশিদিন আটকে রাখতে পারবেনা। জেল থেকে বেরিয়েই উনি দ্রুত আপনাদের সকল আশা পূরণ করবেন। উনি জানিয়েছেন যে সমস্ত বিজেপি বিরোধী শক্তিগুলিকে একত্রিত করতে হবে। সকল আপ কর্মী ও সমর্থকদের উনি একটাই কথা বলেছেন যে আপনারা কেউ যেন বিজেপিকে ঘৃণা না করেন।”
লোকসভা নির্বাচনের আগে তৃণমূল নেতাদের বাড়িতে ইডি ও সিবিআইয়ের হানা
গতসপ্তাহের সেরা খবরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে লোকসভা নির্বাচনের আগে অব্যাহত ইডি ও সিবিআইয়ের হানা। দুদিন অন্তর অন্তরই তৃণমূল নেতাদের বাড়িতে এসে উপস্থিত হচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির আধিকারিকরা। এমনকি তাঁদের নোটিস পর্যন্ত পাঠানো হচ্ছে। যদিও ঘাসফুল শিবিরের নেতাদের বক্তব্য যে এগুলি সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা এবং লোকসভা নির্বাচনের আগে ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে তৃণমূলকে বদনাম করার জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একই সুরে সুর মিলিয়েছেন এবং দাবি করেছেন যে বিরোধী দলগুলির নেতা-মন্ত্রীদের টার্গেট করা হচ্ছে এবং এতে গণতন্ত্রের হত্যা হচ্ছে।
একসপ্তাহের মধ্যে তিন তৃণমূল নেতার বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির আধিকারিকরা, কৃষ্ণনগরের নির্বাচিত তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র, রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস এবং বোলপুরের বিধায়ক ও মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। শনিবার, অর্থাৎ ২৩শে মার্চ, মহুয়া মৈত্রের আলিপুরের ফ্ল্যাটে ও কৃষ্ণনগরের বাড়িতে জওয়ান সহ হানা দেয় সিবিআই। তবে কি কারণে তা এখনো জানা যায়নি। কিন্তু মনে করা হচ্ছে যে অর্থের বিনিময় প্রশ্ন মামলায় এই তল্লাশি।
অন্যদিকে আয়কর ফাঁকি ও আয়ের চেয়ে বেশি সম্পত্তির অভিযোগ তুলে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে এসে উপস্থিত হন আয়কর দপ্তরের আধিকারীকরা। টানা ৭১ ঘন্টা তল্লাশি চালিয়েও কিছু উদ্ধার করতে পারেননি তারা। কার্যত শূন্যহাতে বেরিয়েছে তারা। যদিও, মন্ত্রীর ভাইকে নোটিশ দেওয়া হয়েছে এবং নির্দেশ দেওয়া হয়েছে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে হাজিরা দেওয়ার। এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বরূপ বিশ্বাস বলেন, “তিনদিন ধরে তল্লাশি চালিয়ে কিছুই পেলোনা তারা। এটা সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছুনা। রিয়েল এস্টেট সংস্থার সাথে আমার কোনরকমের কোন যোগ নেই।”
এছাড়াও শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আরো তৎপর ইডি। শুক্রবার, অর্থাৎ ২২শে মার্চ, তারা হানা দেয় বোলপুরের বিধায়ক, তথা রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী, চন্দ্রনাথ সিনহার বাড়িতে। টানা ১৪ ঘণ্টা ধরে চলে তল্লাশি এবং উদ্ধার হয় ৪১ লক্ষ টাকা। এর সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে একটি মোবাইলও। সূত্র মারফত জানা গিয়েছে যে কুন্তল ঘোষকে জেরা করার পর চন্দ্রনাথ সিনহার নাম বেরোয়ে এবং মোবাইল ফোনটি পাঠানো হবে সেন্ট্রাল ফরেনসিক ল্যাবে পরীক্ষার জন্য। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত আর কি তথ্য উঠে আসে আগামীদিনে।
‘ফিরে দেখা সাতদিন’ আজ এই পর্যন্তই। আগামী সপ্তাহে আমরা ফের আপনাদের কাছে ফিরে আসবো সপ্তাহের সব নজরকাড়া খবর নিয়ে। ধন্যবাদ। সুপ্রভাত।