নিউজ ডেস্ক: প্রিয় পাঠক দিনের শেষে বঙ্গ-ভারতী নিউজের তরফ থেকে আপনাদের কাছে তুলে ধরা হচ্ছে দিনের গুরুত্বপূর্ণ সব খবর। রাজ্য থেকে দেশ, কি ঘটলো ‘আজ সারাদিন’? দেখে নিন একনজরে এবং জেনে নিন বিস্তারিতভাবে।
তৃণমূল ও বিজেপির মাস্টারস্ট্রোক! দলের প্রচারে দেখা যাবে একঝাঁক তারকাকে
লোকসভা নির্বাচনের দামামা বাজার সঙ্গে সঙ্গেই সমস্ত রাজনৈতিক দল জোরদার প্রচারে নেমে পড়েছিল। নিজেদের ক্ষমতা ধরে রাখতে বা বিরোধী দলকে ধাক্কা দিতে সকলেই নেমে পড়েছে বুদ্ধিযুদ্ধে। সমস্ত রাজ্যেই এখন একই হাল। স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যে রাজ্যে যাচ্ছেন নির্বাচিত প্রার্থী সহ নিজের দলের, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির, প্রচার করতে এবং সকল কর্মী ও সমর্থকদের মনোবল চাঙ্গা করতে। সবমিলিয়ে, নির্বাচনী আবহাওয়ায় চিত্র পাল্টে গেছে গোটা ভারতবর্ষের।
তৃণমূল কংগ্রেস শাসিত পশ্চিমবঙ্গের অবস্থাটাও ঠিক একই। বিজেপিকে কোনঠাসা করতে লাগাতার রাজপথে মিছিল ও জেলায় জেলায় সভা অনুষ্ঠিত করে চলেছে তারা। গেরুয়া শিবিরও একই পথ অবলম্বন করে চলেছে। দুই দলই নিজেদের সভামঞ্চ থেকে একে অপরের দুর্নীতির কথা তুলে ধরে চলেছে। এছাড়া চলছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে দুই দলের তর্ক। সবমিলিয়ে, গোটা বাংলায় দেখা যাচ্ছে ব্যস্ততার চিত্র।
তবে এই সবকিছুর মাঝে তৃণমূল ও বিজেপি, দুই দলই প্রকাশ করে ফেলল নিজেদের তারকা প্রচারকদের তালিকা। মনে করা হচ্ছে যে শেষ মুহূর্তের প্রচারগুলিতে বিন্দুমাত্র খামতি রাখতে চাইছেনা দুই দল এবং সেই কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এবারের দুই দলের তারকা প্রচারকদের তালিকায় রয়েছে বেশকিছু চমক। একদিকে যখন গেরুয়া শিবির গোটা দলবল নিয়ে নামবে, যার মধ্যে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তেমনি অন্যদিকে নবীন ও প্রবীণ দুজনকে নিয়েই প্রচারে নামবে তৃণমূল কংগ্রেস। সবমিলিয়ে, রীতিমতো তারকাদের বন্যা বইতে চলেছে বাংলায়।
একনজরে তৃণমূল কংগ্রেসের তারকা প্রচারকদের তালিকা: মমতা বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেবাংশু ভট্টাচার্য, স্নেহাশিস চক্রবর্তী, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বীরবাহা হাঁসদা, কুণাল ঘোষ, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, মমতা ঠাকুর, দেব, শতাব্দী রায়, সায়নী ঘোষ, জুন মালিয়া, রাজ চক্রবর্তী, অদিতি মুন্সী, ইউসুফ পাঠান, রচনা বন্দ্যোপাধ্যায়, সৌরভ দাস
একনজরে বিজেপির তারকা প্রচারকদের তালিকা: নরেন্দ্র মোদি, জেপি নাড্ডা, রাজনাথ সিং, অমিত শাহ, যোগী আদিত্যনাথ, সুনীল বনসল, অমিত মালব্য, হিমন্ত বিশ্বশর্মা, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর, নিশীথ প্রামাণিক, শমীক ভট্টাচার্য, রাহুল সিনহা, মিঠুন চক্রবর্তী, স্মৃতি ইরানি, রুদ্রনীল ঘোষ
“২৮শে মার্চ গোটা দেশ জানতে পারবে” আবগারি দুর্নীতি বাংলায় বিস্ফোরক সুনিতা কেজরিওয়াল
লোকসভা নির্বাচনের আগে দিল্লিতে আম আদমি পার্টি এবং ভারতীয় জনতা পার্টির লড়াই তুঙ্গে। আবগারি দুর্নীতির মামলায় গ্রেপ্তার করা হয়েছে আপ সুপ্রিমো, তথা রাজধানীর মুখ্যমন্ত্রী, অরবিন্দ কেজরিওয়ালকে। দুর্নীতির মাথা নাকি তিনি। এমনটাই অভিযোগ করেছে ইডি। এরপরই পাল্টে যায় গোটা দিল্লির চিত্র। পুলিশের সঙ্গে আপ নেতা ও কর্মী-সমর্থকদের লড়াই রণক্ষেত্র বানিয়েছে রাজধানীকে।
যদিও অরবিন্দ কেজরিওয়াল স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে জেল থেকেই তিনি যাবতীয় সব কাজকর্ম করবেন। এখানেই শেষ নয়, স্বয়ং মুখ্যমন্ত্রীর স্ত্রী সুনিতা কেজরিওয়ালও সাফ জানিয়ে দিয়েছেন যে জেল থেকে বেরিয়েই তিনি রাজ্যবাসী সকল চাহিদা পূরণ করবেন। সবমিলিয়ে, লোকসভা নির্বাচনের আগে যে দুই দলই একে অপরকে কড়া টক্কর দেবে, তা পুরোপুরি স্পষ্ট।
তবে বুধবার, অর্থাৎ ২৭শে এপ্রিল, একটি সাংবাদিক বৈঠকে বিস্ফোরক কথা বলে বসলেন আপ সুপ্রিমোর পত্নী। কি এমন বললেন তিনি? সুনিতা কেজরিওয়াল বলেন যে চলতি মাসের ২৮ তারিখে গোটা ভারতবর্ষে জানবে যে আবগারি দুর্নীতির টাকা কোথায় রয়েছে। এখানেই শেষ নয়, তিনি আরো বলেন যে রীতিমতো প্রমাণ সহ তথ্য কেজরিওয়াল তুলে ধরবেন।
শুরুতেই সুনিতা কেজরিওয়াল বলেন, “গতকাল সন্ধ্যায় আমি উনার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম জেলে। ওনার সুগার বা ডায়াবেটিস কোনোটা ঠিক না থাকলেও, ওনার লক্ষ্য একদম ঠিকই রয়েছে। দুদিন আগে উনি অতিশীকে নির্দেশ দিয়েছিলেন দিল্লিবাসীর সমস্যা সমাধান করতে। কিন্তু সেটাতে মামলা দায়ের করা হচ্ছে। আমি জানতে চাই এতে অন্যায়টা কোথায়? এরা কি তাহলে দিল্লিকে ধ্বংস করতে চায়? এদের আসল উদ্দেশ্য এটাই যাতে মানুষ সমস্যায় থাকুক। উনি এর জন্য খুব দুঃখ পেয়েছেন।”
এরপরই কেজরিওয়াল পত্নী বিস্ফোরক কথাটি বলে বসলেন। তিনি বলেন, “এরপরই উনি আমায় আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেন। এই আবগারি দুর্নীতি মামলায় গত ২ বছরে আড়াইশোর বেশি তল্লাশি অভিযান চালানো হয়েছে। ওদের মতে এই দুর্নীতির সঙ্গে যুক্ত টাকাগুলি গেছে আপ নেতা-নেত্রীদের বাড়িতে। ওরা দলের প্রায় সকল নেতৃত্বের বাড়িতেই খোঁজ চালিয়েছে, কিন্তু একটা টাকাও খুঁজে পায়নি। উনি আমাকে বলেছেন যে আগামী ২৮শে মার্চ এর সঙ্গে যুক্ত সকল তথ্য তিনি আদালতে পেশ করবেন। এই দুর্নীতির পয়সাটি কোথায় রয়েছে, সেই তথ্য উনি গোটা দেশকে দেবেন। যাবতীয় সব প্রমাণ তিনি ওদিন তুলে ধরবেন।”
‘আজ সারাদিন’ আজ এই পর্যন্তই। আগামীকাল আমরা ফের আপনাদের কাছে ফিরে আসবো দিনের সব নজরকাড়া খবর নিয়ে। ধন্যবাদ। শুভরাত্রি।