নিউজ ডেস্ক: প্রিয় পাঠক দিনের শেষে বঙ্গ-ভারতী নিউজের তরফ থেকে আপনাদের কাছে তুলে ধরা হচ্ছে দিনের গুরুত্বপূর্ণ সব খবর। মুম্বাই ইন্ডিয়ান্স শিবিরে কি ঘটলো ‘আজ সারাদিন’? দেখে নিন একনজরে এবং জেনে নিন বিস্তারিতভাবে।
রোহিত শর্মা কি যাবে চেন্নাইতে? জল্পনা উস্কে দিলেন মাইকেল ভন
চলতি আইপিএলে প্রথমদিকে একেবারেই ছন্দে ছিলোনা মুম্বাই ইন্ডিয়ান্স। লাগাতার তিন ম্যাচে পরাজয়ের শিকার হতে হয় তাদের। এমনকি জয়ের দোরগোড়ায় এসেও, হারের মুখ দেখতে হয় পাঁচবারের জয়ী দলকে। এছাড়া ব্যাটিং ও বোলিং, দুই বিভাগকেই বাকি দলগুলির সামনে দুর্বল দেখায়। তবে এবার ঘুরে দাঁড়াতে সফল হয়েছে তারা। পরপর দুটি ম্যাচ জিতে ফের কেটে যাওয়া তাল ফিরে পায় হার্দিক পান্ডিয়া ও তাঁর বাহিনী। সবমিলিয়ে, ধীরে ধীরে পয়েন্টস টেবিলের শীর্ষস্থানের দিকে এগোচ্ছে হিটম্যানেরা।
কিন্তু এই সবকিছুর মাঝেই চারিদিকে ছড়িয়ে পড়ে রোহিত শর্মার মুম্বাই ছেড়ে চেন্নাই সুপার কিংস দলে যোগদান করার কথা। পাশাপাশি এমন কথাও ঘোরাফেরা করে যে প্রাক্তন অধিনায়কের সঙ্গে বর্তমানের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার একেবারেই মতে মিলছেনা এবং সেই কারণেই নাকি হিটম্যান দল পাল্টাবেন। যদিও মুম্বাই শিবিরের তরফ থেকে উঠে থাকা এই সমস্ত কথা ভুয়ো এবং গুজব বলে দাবি করা হয়।
তবে এবার ফের দল পাল্টানোর জল্পনা উসকে দিলেন প্রাক্তন ইংলিশ তারকা মাইকেল ভন। এক সাংবাদিক সাক্ষাৎকারে ভন দাবি করেন যে আগামী আইপিএলে তিনি রোহিতকে দেখতে চান চেন্নাই দলে। এখানেই শেষ নয়, তিনি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও নিজের মতামত প্রকাশ করেন। প্রাক্তন ইংলিশ তারকার বক্তব্য যে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘মেন ইন ব্লু’কে নেতৃত্ব দেবেন রোহিত শর্মাই।
সাংবাদিক সাক্ষাৎকারে মাইকেল ভন বলেন, “চেন্নাই সুপার কিংসে কি যাবে রোহিত শর্মা? ও কি ধোনির জায়গা নেবে? চলতি আইপিএলে যদিও ঋতুরাজ গায়কোয়াড় অধিনায়কত্ব করছেন। তবে পরের বছর আমি চাই রোহিত ওই জায়গায় খেলুক। সত্যি কথা বলতে গেলে আমি ওকে চেন্নাই সুপার কিংস দলে দেখতে চাই।”
এরপরই প্রাক্তন ইংলিশ তারকাকে প্রশ্ন করা হয় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে। সেই প্রশ্নের উত্তরে মাইকেল ভন বলেন, “দেখুন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন এই ব্যাপারে তাহলে আমি এটাই বলবো যে আমি ব্যক্তিগতভাবে রোহিত শর্মাকেই দলের অধিনায়ক করতাম। হ্যাঁ এটা ঠিক যে মুম্বাই ইন্ডিয়ান্স দলে হার্দিক পান্ডিয়া আবার ফিরে এসেছে এবং এতে চাপ বেড়েছে এটাও ঠিক। কিন্তু এটা আমি এখন থেকেই বলে দিতে পারি যে রোহিত শর্মাই টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে।”
একই ছবিতে মাহি, রোহিত ও শচীন! খুশি ক্রিকেটপ্রেমীরা
মুম্বাই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস! এই ম্যাচ যবে, যেখানে বা যখনই খেলা হোক না কেন, দুই দলের সমর্থকদেরই উন্মাদনা থাকে তুঙ্গে। তবে শুধু দুই দলের সমর্থক বললে ভুল হবে, গোটা ভারতবর্ষে ক্রিকেটপ্রেমীদের উন্মাদনাই পৌঁছে যায় আলাদা পর্যায়ে। ক্রিকেটপ্রেমীরা মনে করেন এই ম্যাচ শুধু একটি ম্যাচ নয়, একটি আবেগও। সুতরাং দুই চিরপ্রতিদ্বন্দ্বী একে অপরের মুখোমুখি হলে গোটা ভারতীয় ক্রিকেটমহলেরই অবস্থা একেবারে বদলে যায়।
চলতি আইপিএলে এবার তারা মুখোমুখি হচ্ছে এই রবিবার, অর্থাৎ ১৪ই এপ্রিলে। তবে তার আগেই একটি ছবি ভাইরাল হয়ে যায় সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে, যা দেখে রীতিমতো হইচই ফেলে দেয় ক্রিকেটপ্রেমীরা। কি সেই ছবি? যে ছবিটি চারিদিকে ছড়িয়ে পড়েছে সেখানে দেখা যাচ্ছে মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকর, টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি এবং বর্তমান অধিনায়ক রোহিত শর্মা একে অপরের সঙ্গে বসে কোন বিষয় নিয়ে আলোচনা করছেন। এরপরই বন্যা বইতে শুরু করে কমেন্টের।
যদিও কি ব্যাপারে ভারতীয় ক্রিকেট টিমের এই তিন নক্ষত্র আলোচনায় বসেছেন সেটা এখনো স্পষ্ট নয়। তবে কিছু ব্যবহারকারী কমেন্টে দাবি করেছেন যে এগুলি একটি এডের অংশ। তবে যাই হোক না কেন, একই ছবিতে ভারতীয় ক্রিকেটের তিন সিংহকে একসাথে দেখতে পেয়ে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা অত্যন্ত খুশি হয়েছেন। অনেকে কমেন্টে লেখেন যদি বিরাট কোহলিও এই ছবিতে থাকতো, তাহলে আরও ভালো লাগতো। আবার অনেকে এখন থেকেই আগাম শুভেচ্ছা জানিয়ে দেয় দুই দলকে, অর্থাৎ মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসকে। একাংশের বক্তব্য যে এবারও ফের হলুদ শিবিরের ঝুলিতেই খেতাব যাবে। আবার আরেকাংশ দাবি করেছে যে যেইভাবে রোহিত শর্মারা ঘুরে দাঁড়াচ্ছে তাতে এবার আইপিএল ট্রফি তুলবে মুম্বাই ইন্ডিয়ান্স। সবমিলিয়ে, এই ছবি এই মুহূর্তে এখন হয়ে দাঁড়িয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে একটি আলোচনার বিষয়।
প্রসঙ্গত, এই মুহূর্তে মুম্বাই ও চেন্নাই, দুজনেই দুটি করে ম্যাচ নিজেদের নামে করে ফেলেছে। যদিও পয়েন্টস টেবিলের তালিকায় মুম্বাইয়ের চেয়ে এগিয়ে রয়েছে চেন্নাই। সুতরাং দাপট বজায় রাখার জন্য যে দুই দল নিজের সেরাটা দেবে তা বেশ স্পষ্ট। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত এই ম্যাচ কে জেতে। রোহিত শর্মা নাকি মহেন্দ্র সিং ধোনি? তা জানা যাবে আগামীকালই।
‘আজ সারাদিন’ আজ এই পর্যন্তই। আগামীকাল আমরা ফের আপনাদের কাছে ফিরে আসবো দিনের সব নজরকাড়া খবর নিয়ে। ধন্যবাদ। শুভরাত্রি।