নিউজ ডেস্ক: প্রিয় পাঠক দিনের শেষে বঙ্গ-ভারতী নিউজের তরফ থেকে আপনাদের কাছে তুলে ধরা হচ্ছে দিনের গুরুত্বপূর্ণ সব খবর। আজকের থিম সৌরভ গঙ্গোপাধ্যায় স্পেশাল। কি ঘটলো ‘আজ সারাদিন’? দেখে নিন একনজরে এবং জেনে নিন বিস্তারিতভাবে।
মহারাজ গড়ে মহারাজের রেকর্ড ভাঙলেন ফিল সল্ট
আইপিএলের চলতি মরশুমে দাপট অব্যাহত কলকাতা নাইট রাইডার্সের। মাঝে তাল কাটলেও, ফের তারা ফিরে এসেছে জয়ের রাস্তায়। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে বড় রান করে হারের পর, সোমবার তারা বড় ব্যবধানে জেতে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। একটি নয়, দুটি নয়, একেবারে ৭ উইকেটে ম্যাচ নিজেদের নামে করে নেয় শ্রেয়াস আইয়ার ও তাঁর বাহিনী। সবমিলিয়ে, ২৯শে এপ্রিল, ইডেন গার্ডেন্সে চলে নাইটদের দফরফানি।
কিন্তু এদিনের ম্যাচে ব্যাট হাতে কেকেআর সমর্থকদের মন জিতে নেন ওপেনার ফিল সল্ট। ৩৩ বলে ৬৮ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। এরমধ্যে রয়েছে পাঁচটি ছক্কা এবং সাতটি চার। অর্ধশতরান করার পাশাপাশি একটি রেকর্ডও গড়ে ফেলেন তিনি। কি সেই রেকর্ড? এক মরসুমে ইডেন গার্ডেন্সে সর্বোচ্চ রান করেন তিনি এবং ভেঙে দেন প্রাক্তন নাইট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের রেকর্ড। এর আগে সাত ম্যাচে ৩৩১ রান করে শীর্ষে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার সেই জায়গা নিয়ে নিলেন ফিল সল্ট। ছয় ইনিংসে তাঁর মোট রান ৩৪৪।
ম্যাচ শেষে এক সাক্ষাৎকারে মুখোমুখি হয়ে নিজের ইনিংস প্রসঙ্গে ফিল সল্ট বলেন, “এটা আমার ভেবে ভালো লাগছে যে এই জয়ের পেছনে আমার একটা বড় অবদান রয়েছে। এছাড়া হোম গ্রাউন্ডে আমরা যে লাগাতার ভালো পারফর্ম করে ফেলেছি, এটাও খুব ভালো ব্যাপার। গত ম্যাচে আমাদের বোলারদের যা অবস্থা হয়েছিল এবং সেখান থেকে আজকের ম্যাচে ওরা যেটা করে দেখিয়েছে, সেটা সত্যিই প্রশংসার যোগ্য। কিছু সময়ে এগুলো রিস্কি হয় ঠিকই, কিন্তু দিনের শেষে নিজের উপর বিশ্বাস রাখতে হয় এবং সঠিক সিদ্ধান্ত নিতে হয়।”
এরপরই ইংলিশ তারকাকে প্রশ্ন করা হয় তাঁর উইকেটকিপিং নিয়ে। সেই প্রশ্নের উত্তরে ফিল সল্ট বলেন, “দেখুন উইকেটের পেছনে যদি আপনি কিপিং ভালো করেন, তাহলে সেটার থেকে আপনার আত্মবিশ্বাস বাড়ে। এছাড়া প্রথমে ফিল্ডিং করলে একটা বড় সুবিধা হয় যে আপনি বুঝতে পারেন যে পিচ কেমন এবং পরে ব্যাট করতে এলে কি হতে পারে। পরিস্থিতি খুব ভালো করেই বোঝা যায় ফিল্ডিং করলে প্রথমে। সুনীল নারিন পুরো ব্যাপারটাই সহজ করে রাখে এবং খুব গভীর ভাবতে পারে। এটা ওর একটা দারুন গুন। আমরা দুজনে একে অপরকে গোটা টুর্নামেন্টে বেশ ভালো করেই সাহায্য করেছি। আমাদের দুজনের মধ্যে যেই আগে মারতে শুরু করুক না কেন, অন্যজন তখন স্ট্রাইক রোটেট করতে থাকে।”
এক ফ্রেমে কিং খান ও মহারাজকে দেখে মুগ্ধ সকল ক্রিকেটপ্রেমী
দীর্ঘদিন পর এক হলেন কলকাতা নাইট রাইডার্স মালিক শাহরুখ খান এবং দিল্লি ক্যাপিটালস দলের মেন্টর, তথা প্রাক্তন নাইট তারকা, সৌরভ গঙ্গোপাধ্যায়। ম্যাচ শেষে সৌরভকে জড়িয়ে ধরেন কিং খান এবং মুহূর্তটি চোখের নিমেষে ছড়িয়ে পড়ে চারিদিকে এবং এরপরই ক্রিকেটপ্রেমীরা নেমে পড়েন কমেন্ট করতে। সকলেই প্রশংসা করে এই সুন্দর মুহূর্তটির এবং খুশি হয় দুই জনপ্রিয় ব্যক্তিকে এক ফ্রেমে দেখে।
সোমবার, অর্থাৎ ২৯শে এপ্রিল, কলকাতার ইডেন গার্ডেনসে মুখোমুখি হয় হোম টিম কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস। এদিন ব্যাটে ও বলে, দুটোতেই দিল্লিকে হাবুডুবু খাওয়ায় কলকাতা। বিশেষ করে এদিন বরুণ চক্রবর্তীর নজরকাড়া স্পেল ও ফিল সল্টের দুর্দান্ত ব্যাটিং মন জয় করেছে সকল ক্রিকেটপ্রেমীর। অনেকে এটাও মনে করতে শুরু করে দিয়েছেন যে এবারের খেতাব হয়তো যেতে পারে নাইটদের ঝুলিতেই। এছাড়াও আরো অনেকে নিজেদের মত পেশ করেন দল ও তার পারফরম্যান্স নিয়ে। সবমিলিয়ে, কেকেআরের এই দাপট দুই চোখ ভরে উপভোগ করেছে উপস্থিত সকল দর্শকেরা।
তবে এদিন গোটা ইডেন গার্ডেন্স সাক্ষী হয় একটা মন ছুয়ে নেওয়ার মতো দৃশ্যের। এক দশক পরে এক ফ্রেমে নাইট মালিক ও তাঁর প্রাক্তন খেলোয়াড়। ম্যাচ শেষে একে অপরকে জড়িয়ে ধরলেন কিং খান ও সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই মুহূর্তটি কয়েক মিনিটের মধ্যেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে। এরপরই কমেন্ট করতে শুরু করে ক্রিকেটপ্রেমীরা। অনেকে লিখেছেন যে একটা লম্বা সময় পেরিয়ে গেলেও, দুজনের মধ্যে সম্পর্কটা ঠিক আগের মতোই রয়েছে। আবার অনেকে এটাও দাবি করেন যে ভবিষ্যতে হয়তো সৌরভ গঙ্গোপাধ্যায়কে কেকেআর মেন্টর হিসেবেও দেখা যেতে পারে। তবে দিনের শেষে, এই মুহূর্তটির প্রশংসা করেছে সকলেই।
উল্লেখ্য, এদিন প্রথমে ব্যাট করে দিল্লি নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তোলে ১৫৩ রান। কোন ব্যাটারের ব্যাট থেকেই আসেনি অর্ধশতরানের ইনিংস। সর্বোচ্চ ৩৫ রান করেন কুলদীপ যাদব। কলকাতার বোলারদের মধ্যে তিনটি উইকেট নেন বরুণ চক্রবর্তী। জবাবে রান তাড়া করতে নেমে ১৬.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় শ্রেয়াস আইয়ার ও তাঁর বাহিনী। সর্বোচ্চ ৬৮ রান করেন ফিল সল্ট। এছাড়া ৩৩ রান করেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। ম্যাচের সেরা ঘোষণা করা হয় বরুণ চক্রবর্তীকে।
‘আজ সারাদিন’ আজ এই পর্যন্তই। আগামীকাল আমরা ফের আপনাদের কাছে ফিরে আসবো দিনের সব নজরকাড়া খবর নিয়ে। ধন্যবাদ। শুভরাত্রি।