নিউজ ডেস্ক: প্রিয় পাঠক দিনের শেষে বঙ্গ-ভারতী নিউজের তরফ থেকে আপনাদের কাছে তুলে ধরা হচ্ছে দিনের গুরুত্বপূর্ণ সব খবর। আজকের থিম টি-টোয়েন্টি বিশ্বকাপ ও টিম ইন্ডিয়া স্পেশাল। কি ঘটলো ‘আজ সারাদিন’? দেখে নিন একনজরে এবং জেনে নিন বিস্তারিতভাবে।
“টি২০ বিশ্বকাপে বিরাটের ওপেন করা উচিত” সাফ জানালেন অজয় জাদেজা
আর মাত্র কটাদিন! তারপরেই ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে শুরু হবে টি২০ বিশ্বকাপ। ইতিমধ্যেই, আইপিএলের মাধ্যমে প্রায় সকলেই প্রস্তুতি শুরু করে দিয়েছে আসন্ন বড় টুর্নামেন্টের জন্য। অনেকে আবার কম্বিনেশন কি হবে, তা নিয়েও মাথা ঘামাতে শুরু করে দিয়েছে। সবমিলিয়ে, এই বড় প্রতিযোগিতা শুরু হওয়ার আগে রীতিমতো হইচই পড়ে গেছে ক্রিকেট জগতে।
কিন্তু তার আগে ভারতীয় দলের কম্বিনেশন প্রসঙ্গে মুখ খুললেন দলের প্রাক্তন তারকা অজয় জাদেজা। ঠিক কি বললেন তিনি? জিও সিনেমাতে জাদেজা জানালেন যে আসন্ন টি২০ বিশ্বকাপে বিরাট কোহলির উচিত ওপেন করা। এখানেই শেষ নয়, তিনি বুঝিয়ে দিলেন ঠিক কোন জায়গায় ব্যাট করা উচিত অধিনায়ক রোহিত শর্মার। প্রাক্তন তারকা বলেন যে হিটম্যানের উচিত তিন নম্বরে ব্যাট করার। কারণ হিসেবে জানালেন যে ওই স্থানে ব্যাট করলে রোহিতের সুবিধা হবে পিচ বুঝতে।
অজয় জাদেজা বলেন, “দেখুন আমার মতে এবারের বিশ্বকাপে বিরাট কোহলির উচিত ওপেন করা। এবার প্রশ্ন হতেই পারে যে তৃতীয় নম্বরে কার ব্যাট করা উচিত? আমি মনে করি যে ওই স্থানে ব্যাট করতে আসা উচিত রোহিত শর্মার। এর থেকে একটা বড় সুবিধা হল যে রোহিতের কাছে সময় থাকবে পিচ ও পরিস্থিতি বোঝার। এমনিতেও ও অধিনায়ক এবং ওর মাথায় অনেক জিনিস চলে। এটা হলে ওর একটু সুবিধা হবে। আর যেই দলে বিরাট কোহলির মতো একজন শক্তিশালী ক্রিকেটার রয়েছে, সেই দল একটা জিনিস গ্যারান্টির সঙ্গে পাবে। সেটা হলো ধারাবাহিকতা। এমনিতেই বিরাট উপরে এসে খেলতে পছন্দ করে। বিশেষ করে পাওয়ারপ্লেতে ও বুঝে যাবে যে কিভাবে ক্রিজে জমে থাকতে হবে।”
এছাড়াও অজয় জাদেজা সমর্থন জানান হার্দিক পান্ডিয়াকে। তিনি বলেন, “ওর উপর স্পটলাইট আছে কারণ ও এমনি একজন বিশেষ ক্রিকেটার, যা আমাদের দেশে অনেক কম রয়েছে। ব্যাটে হোক কি বলে, ও দুটোতেই অবদান রাখতে পারে। হ্যাঁ এটা একেবারেই ঠিক যে দল নির্বাচনটা ফর্মের ভিত্তিতে হয়নি। এটা নিয়ে কোন সন্দেহ নেই। আমি যা দেখছি তাতে এই দলটাতে বেশি অপশন নেই। এটাও ঠিক যে দলের সকল ক্রিকেটারই বেশ পাকাপোক্ত। এবার কি কোন জায়গায় বা কখন খেলবে সেটা পুরোপুরি নির্ভর করছে রোহিতের উপর।”
রিংকু সিং নিয়ে মুখ খুললেন সৌরভ! জানালেন কেন সুযোগ পায়নি
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য যে দল বেছে নেওয়া হয়েছে নির্বাচকদের তরফ থেকে, তা মোটেই পছন্দ হয়নি একাংশের। কেউ মনে করছেন যে দলে একে জায়গা দেওয়া উচিত ছিল, আবার কেউ মনে করছেন ওকে। প্রাক্তন ক্রিকেট তারকা থেকে ক্রিকেটপ্রেমী সকলেই যুব ক্রিকেটারদের সুযোগ না দেওয়ার নিন্দা করেছে। বিশেষ করে ছন্দে থাকা রিংকু সিংকে ১৫ সদস্যের দলে না রাখা ক্ষুব্ধ করেছে সকলকে।
কিন্তু এমন পরিস্থিতিতে এবার রিংকু সিং প্রসঙ্গে বড় মন্তব্য করলেন টিম ইন্ডিয়া প্রাক্তন অধিনায়ক, তথা দিল্লি ক্যাপিটালস মেন্টর, সৌরভ গঙ্গোপাধ্যায়। বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের ট্রফি আনব্লিং অনুষ্ঠানে তিনি বোঝান যে ঠিক কি কারণে রিঙ্কু দলে জায়গা পাননি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাবি করেন যে ওয়েস্ট ইন্ডিজের পিচ স্পিনের জন্য ভালো বলেই হয়তো একজন অতিরিক্ত স্পিনারকে নিয়ে যাওয়া হয়েছে। এখানেই শেষ নয়, তিনি আরো দাবি করেন যে এটি রিঙ্কু সিংয়ের ক্রিকেট জীবনের শুরু এবং এখনো অনেক সুযোগ রয়েছে তাঁর কাছে।
মহারাজ বলেন, “দেখুন এটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের পিচ। ওখানে উইকেট হয়তো স্লো হতে পারে কিন্তু স্পিনারদের প্রচন্ড সাহায্য করে। এই কারণেই হয়তো নির্বাচকরা একজন অতিরিক্ত স্পিনারকে সুযোগ দিয়েছে। হয়তো এই কারণেই রিঙ্কু সিংকে দলে জায়গা দেওয়া হয়নি। তবে এটাও ঠিক যে এটা সবে রিঙ্কু সিংয়ের ক্রিকেট জীবনের শুরু। এখনো ওর কাছে অনেক ক্রিকেট পড়ে রয়েছে। আগামীদিনে নিশ্চয়ই সুযোগ পাবে।”
এরপরই মহারাজ জানান কোন দুই দলের কাছে সুযোগ রয়েছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার। সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “আমার মতে এই মুহূর্তে সেরা দুই দল হল ভারত ও অস্ট্রেলিয়া আর আমি আশাবাদী যে ওরা মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাঠেও ভালো ক্রিকেট উপহার দেবে সকলকে।” টিম ইন্ডিয়ার দল প্রসঙ্গেও মুখ খোলেন মহারাজ। তিনি বলেন, “একটা দুর্দান্ত দল বেছে নেওয়া হয়েছে। সকলেই ম্যাচ উইনার। যেই ১৫জনকে বেছে নেওয়া হয়েছে, তারা সকলেই দুর্দান্ত ক্রিকেটার এবং আমি আশাবাদী যে রোহিত ও রাহুল ওদের মধ্যে থেকেই সেরা ১১জনকে খেলতে নামাবে মাঠে।”
‘আজ সারাদিন’ আজ এই পর্যন্তই। আগামীকাল আমরা ফের আপনাদের কাছে ফিরে আসবো দিনের সব নজরকাড়া খবর নিয়ে। ধন্যবাদ। শুভরাত্রি।