নিউজ ডেস্ক: প্রিয় পাঠক দিনের শেষে বঙ্গ-ভারতী নিউজের তরফ থেকে আপনাদের কাছে তুলে ধরা হচ্ছে দিনের গুরুত্বপূর্ণ সব খবর। রাজ্য থেকে দেশ, কি হতে পারে ‘আজ সারাদিন’? দেখে নিন একনজরে এবং জেনে নিন বিস্তারিতভাবে।
দেব বনাম হিরন-শুভেন্দু রাজনৈতিক যুদ্ধ
দেখতে দেখতে পাঁচ দফার ভোট শেষ হয়ে গেছে। বাকি রয়েছে মাত্র দুই দফা। তার মাঝেই প্রায় দীর্ঘদিন ধরে রাজনৈতিক যুদ্ধ চলছিল ঘাটালে দুই তারকা প্রার্থী তৃণমূল কংগ্রেসের দীপক অধিকারী, তথা দেব, ও বিজেপি প্রার্থী হিরনের মধ্যে। মাঝেমধ্যেই হিরনকে দেবের সম্পর্কে নানা অভিযোগ আনতে শোনা যায়। যদিও দেব তা অস্বীকার করে দেয় এবং তদন্তের দাবি করে।
কিন্তু এর মাঝেই শুভেন্দু অধিকারীর দেবকে ঘিরে একটি পোস্ট এক্স হ্যান্ডেলে হইচই ফেলে দেয়। ‘দেবের কীর্তি’ ক্যাপশন দিয়ে তিনি তিনটি ছবি পোস্ট করেন যাতে দেখা যাচ্ছে আরণ্যক ট্রেডার্সের কাছ থেকে দেব ৫০ লক্ষ টাকা নিয়েছিল। বিরোধী দলনেতার বক্তব্য যে গোরুপাচারের টাকা দেব নিয়েছিল এবং সেটা তাঁকে দিয়েছিল এনামুল হক।
যদিও দেব বিন্দুমাত্র দেরি করেননি গেরুয়া শিবিরকে পাল্টা দিতে। ঘাটালের তৃণমূল প্রার্থী নিজের এক্স হ্যান্ডেল থেকে ফাঁস করেন হিরনের পর্দা। দেবের তরফ থেকেও বেশ কিছু ছবি পোস্ট করতে দেখা যায় যেখানে দেখা গিয়েছে বিজেপি প্রার্থী পিন্টু মণ্ডলের কাছ থেকে সিনেমার জন্য লগ্নি টাকা নিয়েছেন। পাশাপাশি, দেব এটাও ফাঁস করেন যে হিরন একজন ভুয়ো ডাক্তার। এছাড়া আলাদা করে সংবাদমাধ্যমের মুখোমুখি হয় এক সাক্ষাৎকারে দেব স্পষ্ট করে দেন যে লাগাতার আক্রমণে তিনি ক্ষুব্ধ। তিনি বলেন, “এতদিন তদন্তের স্বার্থে চুপ ছিলাম। কিন্তু এবার আর ভদ্রতা দেখিয়ে লাভ নেই।” এবার দেখার বিষয় যে এই জল কতদূর গড়ায়। কি করে দেব?
নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা দায়ের করা প্রসঙ্গে মুখ খুলতে পারেন অভিজিৎ গঙ্গোপাধ্যায
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার জেরে নির্বাচন কমিশনের কোপের মুখে পড়তে হয়, প্রাক্তন বিচারপতি, তথা তমলুকের বিজেপি প্রার্থী, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। এরপরই কমিশনের তরফ থেকে তাঁকে চিঠি পাঠিয়ে জানানো হয় যে তাঁর প্রচারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে যে তিনি যেই পেশার সঙ্গে যুক্ত ছিলেন সেটার ভিত্তিতে এমন কুরুচিকর মন্তব্য তাঁকে মানায়না।
যদিও অভিজিৎ গঙ্গোপাধ্যায় চিঠি পাওয়ার পর দাবি করেছেন যে যেই মন্তব্যগুলি করা হয়েছে, তা অবমাননাকর তাঁর পক্ষে। এমন অভিযোগ তুলে তিনি বৃহস্পতিবার, অর্থাৎ ২৩ মে, আদালতে যান এবং মামলা দায়ের করেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে। তবে তিনি তা করতে পারেন, সেটা অনেক আগেই জানিয়ে দিয়েছিলেন। এবার দেখার বিষয় যে পরবর্তী প্রতিক্রিয়া কি আসতে পারে তৃণমূল কংগ্রেস ও তমলুক বিজেপি প্রার্থীর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের থেকে।
রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হলো তৃণমূল
রাজ্যপাল সিভি আনন্দ বোস বনাম বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস সংঘাত তুঙ্গে। কিছুদিন আগে রাজ্যপালের বিরুদ্ধে ধর্ষণ ও শ্লীলতাহানির অভিযোগ তুলে কটাক্ষ করে তৃণমূল। যদিও বিজেপির বক্তব্য রাজ্যপালকে কালিমালিপ্ত করার জন্য ছক কোষেছে তৃণমূল কংগ্রেস। তবে এবার তাঁর বিরুদ্ধে বিজেপির হয়ে প্রচারের অভিযোগ তুলে শাসকদল দ্বারস্থ হয় নির্বাচন কমিশনের। আধিকারিকদের সঙ্গে দেখা করেন দলের বর্ষীয়ান সাংসদ ডেরেক ও’ব্রায়েন।
প্রমাণ হিসেবে তিনি তুলে ধরেন তিনটি ছবি যাতে দেখা যাচ্ছে রাজ্যপাল সিভি আনন্দ বোস একটি উত্তরীয় পড়েছে যাতে ব্যাজ লাগানো বিজেপির। যদিও এটি প্রথমবার নয় এর আগেও বহুবার ঘাসফুল শিবিরের তরফ থেকে দাবি করা হয়েছে যে রাজ্যপাল বিজেপির এজেন্ট। রাজ্যপালের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া আসেনি, তবে দেখার বিষয় এই প্রসঙ্গে তিনি কি বলেন। জানা যাবে শীঘ্রই।
সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম রাজস্থান রয়্যালস আইপিএল ম্যাচ
দেখতে দেখতে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে আইপিএল। আজ একটি গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে প্যাট কামিন্সের সানরাইজার্স হায়দ্রাবাদ ও সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। দুই দলই এই মুহূর্তে রয়েছে দারুণ ছন্দে। যদিও কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হেরে গিয়ে মানসিকভাবে একটু হলেও পিছিয়ে রয়েছে হায়দ্রাবাদ। তবে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে আবার আত্মবিশ্বাস বেড়ে গেছে রাজস্থান রয়েলসের। তবে সবমিলিয়ে, ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে এই ম্যাচ ঘিরে। সকলেরই নজর রয়েছে কোন দল মুখোমুখি হবে কেকেআরের ফাইনালে। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কার কপালে জুটবে ফাইনাল খেলার সুযোগ। সানরাইজার্স হায়দরাবাদ নাকি রাজস্থান রয়েলস? তা জানা যাবে আর কিছুক্ষণের মধ্যে।
‘আজ সারাদিন’ আজ এই পর্যন্তই। আগামীকাল আমরা ফের আপনাদের কাছে ফিরে আসবো দিনের সব নজরকাড়া খবর নিয়ে। ধন্যবাদ। সুপ্রভাত।