নিউজ ডেস্ক: প্রিয় পাঠক দিনের শেষে বঙ্গ-ভারতী নিউজের তরফ থেকে আপনাদের কাছে তুলে ধরা হচ্ছে দিনের গুরুত্বপূর্ণ সব খবর। আজকের থিম কলকাতা নাইট রাইডার্সের আইপিএল ২০২৪ জেতা। কি ঘটলো ‘আজ সারাদিন’? দেখে নিন একনজরে এবং জেনে নিন বিস্তারিতভাবে।
শেষ হয়ে গেল আইপিএল ২০২৪। দীর্ঘ দুই মাস ধরে চলা এই প্রতিযোগিতা অবশেষে শেষ হলো রবিবার, অর্থাৎ ২৬শে মেতে। সহজ জয় পেল কলকাতা নাইট রাইডার্স। একটি নয়, দুটি নয়, একেবারে ৮ উইকেটে ম্যাচ তুলে নিল তারা নিজেদের ঝুলিতে। সৌজন্যে মিচেল স্টার্কের দুর্দান্ত বোলিং ও ব্যাট হাতে ভেঙ্কটেশ আইয়ারের নজরকাড়া ইনিংস। এছাড়া ফিল্ডিংও ছিল দেখার মতো। সবমিলিয়ে, একেবারে দাপটের সঙ্গে ট্রফি নিজেদের নামে করে নিলো গৌতম গম্ভীরের ছেলেরা।
এদিন প্রথমে ব্যাট করে ১৯ ওভার শেষ হওয়ার আগেই ১১৩ রানের মধ্যে অলআউট হয়ে যায় সানরাইজার্স হায়দ্রাবাদ। ব্যাট হাতে দলের কোন ক্রিকেটারই এদিন দাগ কাটতে সফল হয়নি। অন্যদিকে এদিন মিচেল স্টার্কের বোলিং ছিল দেখার মতো। এছাড়া হর্ষিত রানা ও আন্দ্রে রাসেলও দুর্দান্ত বোলিংয়ের উদাহরণ তুলে ধরেন। কলকাতার বোলিংয়ের সামনে রীতিমতো আত্মসমর্পণ করে দেয় হায়দ্রাবাদের ব্যাটিং অর্ডার। এরপর ব্যাট করতে নেমে রান তাড়া করতে গিয়ে বিন্দুমাত্র সমস্যার মুখোমুখি হতে হয়নি নাইটদের। ১১ ওভার শেষ হওয়ার আগেই ২ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় তারা। একটি দুর্দান্ত অর্ধশতরানের ইনিংস খেলেন ভেঙ্কটেশ আইয়ার। ২৬ বল খেলে তিনি করেন ৫২।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নাইট অধিনায়ক শ্রেয়াস আইয়ার খুশি প্রকাশ করেন ট্রফি জয়ের। তিনি বলেন, “ম্যাচ জিতে খুবই ভালো লাগছে। এটাই আমরা দল ও প্রতিটা ক্রিকেটারের থেকে চেয়েছিলাম। একদম সঠিক সময়ে ওরা নিজেদের তুলে ধরেছে। অনুভূতিটা বলে বোঝাতে পারবোনা। এই দিনটার জন্য আমাদের বহু বছর অপেক্ষা করতে হয়েছে। আমাদের হারানো যাবেনা। ঠিক এভাবেই আমরা খেলেছি। এখন আমাদের কাছে অনেককিছু রয়েছে আনন্দ করার জন্য। এটা খুবই প্লিজিং, সবাই এমন পারফর্ম করেছে যাতে কোন খুঁতই বার করা যাচ্ছেনা। এই মুহূর্তে বলার মতো কোন শব্দ নেই আমার কাছে। আমরা টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত খেলেছিলাম এবং সেই কারণে আজকের দিনে আমরা আসল কাজটা করে দেখাতে পেরেছি। আমাদের একটাই লক্ষ্য ছিল যে যেরকমই পরিস্থিতি হোক না কেন একে অপরকে ব্যাক করতেই হবে।”
অন্যদিকে, ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে অত্যন্ত খুশি মিচেল স্টার্ক। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, “আজকের রাতটা দারুন আমাদের দলের জন্য। কি দারুন একটা ম্যাচ! কি দারুন একটা টুর্নামেন্ট! কি দারুন একটা মরশুম! আজকের রাতে দুটি সেরা দল মুখোমুখি হয়েছে। দারুন একটা রাত! আইপিএলের শুরু থেকেই আমরা উপরে ছিলাম। আমাদের শিবিরের দুর্দান্ত ব্যাটার ও বোলার রয়েছে। এছাড়া বাকি স্টাফরাও খুব ভালো। আমাদের দল গোটা টুর্নামেন্টের ধারাবাহিকতা দেখিয়েছে এবং একজন বা দুজনের থেকে নয়, গোটা দলের থেকেই অবদান এসেছে। ব্যক্তিগতভাবে এই জয়ের পেছনে অবদান রাখতে পেরে, আমি খুবই খুশি। তবে দলগতভাবে সবাই পারফর্ম করেছে এবং এই কারণে আমরা ট্রফি জিততে পেরেছি। আমি সকলের চেয়ে বয়সে অনেক বড় এবং সেটাই আমায় সাহায্য করেছে পরিস্থিতি সামলাতে। এছাড়া আমাদের শিবিরটাও দুর্দান্ত। একটা দুর্দান্ত বোলিং এটাক রয়েছে। আমাদের দলে এমন অনেক ক্রিকেটার রয়েছে তারা দীর্ঘদিন ধরে কেকেআরের হয়ে খেলছে। পুরো ক্রেডিটটাই আমি দলের সকল ক্রিকেটারদের এবং স্টাফকে দেবো এর জন্যে।”
এছাড়া এই জয় নিয়ে খুশি প্রকাশ করেছেন দলের তারকা অলরাউন্ডার সুনীল নারিনও। তিনি হন টুর্নামেন্টের সেরা ক্রিকেটার। জয় প্রসঙ্গে জিজ্ঞেস করায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, “আজ যখন ময়দানে নেমে ছিলাম তখন ২০১২ সালের কথা মনে পড়ছিল। অনুভূতিটা খুবই দারুণ এবং এর চেয়ে ভালো জন্মদিনের উপহার আমার কাছে আর কিছু হতে পারেনা। আমি নিজের খেলাটা উপভোগ করছি। সবচেয়ে বেশি ভালো লাগে যখন দল ম্যাচ জেতে। আমাদের দলে অনেক ক্রিকেটার রয়েছে যারা অক্লান্ত পরিশ্রম করেছে আজকের দিনটার জন্য। এছাড়া সল্টও খুব ভালো খেলেছে গোটা মরশুম জুড়ে। তবে ও চলে যাওয়ার পর গুরবাজ এসে সেই দায়িত্বটা ভালোভাবে পালন করেছে। যখন আপনি কোন ওপেনিং পার্টনার পান একই মানসিকতা তখন সেটা দলের জন্য খুব কাজে আসে এবং এটার সঙ্গে আরও যেটা ভালো হয় যে স্টার্ট খুব দুর্দান্ত হয়।”
‘আজ সারাদিন’ আজ এই পর্যন্তই। আগামীকাল আমরা ফের আপনাদের কাছে ফিরে আসবো দিনের সব নজরকাড়া খবর নিয়ে। ধন্যবাদ। শুভরাত্রি।