নিউজ ডেস্ক: প্রিয় পাঠক দিনের শেষে বঙ্গ-ভারতী নিউজের তরফ থেকে আপনাদের কাছে তুলে ধরা হচ্ছে দিনের গুরুত্বপূর্ণ সব খবর। আজকের থিম ‘পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়’। কি ঘটলো ‘আজ সারাদিন’? দেখে নিন একনজরে এবং জেনে নিন বিস্তারিতভাবে।
এক টানটান উত্তেজনা ভরা ম্যাচের সাক্ষী হল নিউইয়র্কের নাসাও কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। অল্প ব্যবধানে একটি রুদ্ধশ্বাস ম্যাচ নিজেদের ঝুলিতে তুলতে সফল হল টিম ইন্ডিয়া। সৌজন্যে বোলারদের বিধ্বংসী বোলিং। বলা যায় যে ব্যাট হাতে দলের ব্যাটাররা তেমন দাগ কাটতে না পারলেও, আসল কাজ করে দিয়েছে দলের বোলিং বিভাগ। সামান্য কটা রান ডিফেন্ড করলো দুর্দান্তভাবে। একেবারে হাবুডুবু খাইয়ে দিল পাকিস্তানের ব্যাটিং বিভাগকে। হাত খুলে স্ট্রোক নিতে দিলোনা তাদের। সকলেই ব্যর্থ হলো।
প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে টিম ইন্ডিয়া। একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ‘মেন ইন ব্লু’। বিরাট কোহলি থেকে শুরু করে রোহিত শর্মা, কেউই তেমন প্রভাব ফেলতে পারেনি এদিন। তবে এদিন ব্যাট হাতে একটি দুর্দান্ত ইনিংস উপহার দিয়েছেন দলের তারকা উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্থ। অন্যদিকে বল হাতেও ভারতের পেস বিভাগ শুরু থেকেই চাপে রাখে পাকিস্তানকে। কোনভাবেই নিজেদের উপর চড়াও হতে দেয়নি তাদের। ঠিক সময়ে উইকেট তুলে ব্যাকফুটে ঠেলে দিতে সফল হয়েছিল বাবর আজমদের। সবচেয়ে তাক লাগিয়ে দিয়েছে জাস্প্রীত বুমরাহ। তিনি হন এদিন ম্যাচের সেরা খেলোয়াড়।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিজের পারফরমেন্স ও দলের জয় প্রসঙ্গে মুখ খোলেন জাস্প্রীত বুমরাহ। তিনি বলেন, “খুব ভালো লাগছে আমরা জিতেছি বলে। আমার মনে হয় আমরা একটু পিছিয়ে ছিলাম তবে সূর্য বেড়ানোর পর থেকেই উইকেটটা একটু ভালো হয়ে যায়। এটাও ভালো লাগছে কারণ আমরা প্রচন্ড ডিসিপ্লিন্ড ছিলাম। যতটা পেরেছিলাম সিমে মারার চেষ্টা করেছিলাম। যতটা সম্ভব নিখুঁতভাবে নিজের পরিকল্পনাগুলো বাস্তবায়িত করার চেষ্টা করেছিলাম এবং সবকিছুরই ঠিকঠাক ফল বেরিয়েছে এবং সেই কারণেই খুব ভালো লাগছে।”
এরপরই টিম ইন্ডিয়ার তারকা পেস বোলারকে প্রশ্ন করা হয় খেলার পরিস্থিতি প্রসঙ্গে। সেই প্রশ্নের উত্তরে জাস্প্রীত বুমরাহ বলেন, “যখন আমরা খেলছিলাম, তখন আমার মনে হচ্ছিল যেনো আমরা ভারতের মাটিতেই ক্রিকেট খেলছি। যে পরিমাণ সমর্থন পেয়েছি, তার জন্য অত্যন্ত খুশি এবং ওটাই আমাদের মাঠে খেলা দেখানোর শক্তি জোগায়। আমরা যখন যেই ম্যাচটা খেলি, তখন পুরোপুরি সেই ম্যাচের উপরেই মনোযোগ দি। আমরা এখনো পর্যন্ত দুটো ম্যাচ খেলেছি এবং দুটোতেই দারুন খেলা দেখিয়েছি। পুরোপুরি নিজের প্রসেসের উপর চিপকে থেকেছি এবং ভালো খেলা দেখাতে চেয়েছিলাম।”
অন্যদিকে দলের অধিনায়ক হিটম্যান, অর্থাৎ রোহিত শর্মাও, নিজের মতামত জানান ম্যাচ প্রসঙ্গে। তিনি বলেন, “আজকের ম্যাচে আমরা খুব একটা ভালো ব্যাটিং করতে পারিনি। যদিও প্রথম ইনিংসের মাঝে আমরা ভালো অবস্থাতেই ছিলাম। কিন্তু আমরা তার পর থেকে পার্টনারশিপ করতে পারিনি এবং সেই কারণেই রানটা অনেকটা কম হয়। আমরা আগে বলেছিলাম যে এই পিচে প্রতিটা রান গুরুত্বপূর্ণ। এই পিচে অনেককিছু ছিল। সত্যি বলতে গেলে গত ম্যাচের তুলনায় উইকেটটা ভালই ছিল। যখন আপনার কাছে একটা দুর্দান্ত বোলিং লাইনআপ থাকে, তখন আপনি আত্মবিশ্বাসী হন যে কাজটা আপনি করে দেখাতে পারবেন।”
তিনি আরো বলেন, “দ্বিতীয় ইনিংসের মাঝামাঝি সময় যখন ওরা ব্যাটিং করছিল, তখন আমরা নিজেদের মধ্যে কথা বলছিলাম যে যদি আমাদের সাথে এমন একটা অঘটন ঘটতে পারে, তাহলে ওদের ক্ষেত্রেও সেটা সম্ভব। সকলের থেকে অল্প অবদান আসলেই কাজটা সহজ হয়ে যায়।”
এরপরই হিটম্যানকে প্রশ্ন করা হয় জাসপ্রিত বুমরাহের বোলিং প্রসঙ্গে। সেই প্রশ্নের উত্তরে রোহিত শর্মা বলেন, “যতদিন যাচ্ছে ততই বুমরাহের বোলিংয়ের উন্নতি হচ্ছে। আমরা সকলেই জানি যে ও কি করে দেখানোর ক্ষমতা রাখে। ওকে নিয়ে খুব বেশি কথা বলতে চাইনা। আমি চাই পুরো বিশ্বকাপটাই ও এমন আগ্রাসী মনোভাব নিয়ে খেলুক। আমরা সকলেই জানি ও জিনিয়াস। এখানকার দর্শক খুব ভালো। যখনই আমরা খেলি, ওরা কোনদিনই আমাদের হতাশ করেনি। আমার বিশ্বাস যে ওরা মুখে একরাশ হাসি নিয়ে বাড়ির দিকে এগোবে। এটা তো সবে শুরু। এখনো অনেকটা রাস্তা বাকি।”
প্রসঙ্গত, টিম ইন্ডিয়া নিজেদের পরবর্তী ম্যাচ খেলতে নামবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবং পাকিস্তান ক্রিকেট দল নিজেদের পরবর্তী ম্যাচ খেলতে নামবে কানাডার বিরুদ্ধে। পাকিস্তানের পরবর্তী রাউন্ডে যাওয়ার রাস্তা কার্যত বন্ধ হয়ে গেছে। এবার পুরোটাই অঙ্কের খেলার উপর নির্ভর করছে। অন্যদিকে ভারতীয় ক্রিকেট দলের পরবর্তী রাউন্ডে যাওয়ার রাস্তা একেবারেই পরিষ্কার। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কোন দুই দল পরবর্তী রাউন্ডে যায়।
‘আজ সারাদিন’ আজ এই পর্যন্তই। আগামীকাল আমরা ফের আপনাদের কাছে ফিরে আসবো দিনের সব নজরকাড়া খবর নিয়ে। ধন্যবাদ। শুভরাত্রি।