নিউজ ডেস্ক: প্রিয় পাঠক প্রতিদিন সকালে বঙ্গ-ভারতী নিউজের তরফ থেকে আপনাদের কাছে তুলে ধরা হচ্ছে গতকালের গুরুত্বপূর্ণ সব খবর। রাজ্য থেকে দেশ, কি ঘটলো গত ২৪ ঘন্টায়? দেখে নিন একনজরে এবং জেনে নিন বিস্তারিতভাবে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভর্ৎসনার শিকার হলেন দলের মন্ত্রী ও সচিবরা
লোকসভা নির্বাচন শেষ হতেই অ্যাকশন মোডে রাজ্যের মুখ্যমন্ত্রী, তথা তৃণমূল সুপ্রিমো, মমতা বন্দ্যোপাধ্যায়। বলা যায় যে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে পাখিরচোখ করেই তিনি এখন থেকে জোরদার প্রস্তুতিতে নেমে পড়েছেন। মঙ্গলবার নবান্নের সভাঘরে রাজ্যের সমস্ত দপ্তরের মন্ত্রী ও সচিব, যুগ্মসচিব, জেলাশাসক, পুলিশ সুপারদের নিয়ে বৈঠকে বসেন তিনি। সূত্র মারফত জানা গিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অসন্তোষ প্রকাশ করেছেন কিছু দপ্তরের কাজ নিয়ে। এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রী ভর্ৎসনা অবধি করেছেন দলের মন্ত্রী থেকে শুরু করে সচিবদের। তবে কিছুজনের কাজে তিনি অত্যন্ত সন্তুষ্টও হয়েছেন। এছাড়াও মুখ্যমন্ত্রী মঙ্গলবার একাধিক নির্দেশক দিয়েছেন। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর ভর্ৎসনার পর নড়েচড়ে বসে কিনা সেই দপ্তরগুলি।
ফের কলকাতা হাইকোর্টে স্বস্তি শুভেন্দু অধিকারীর কোলাঘাটের অফিসে তল্লাশি নিয়ে
কোলাঘাটের অফিসে পুলিশি তল্লাশিকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টে বড় স্বস্তি পেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার আদালতের তরফ থেকে বাড়িয়ে দেওয়া হয় এই তল্লাশির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ। বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট করে জানিয়ে দেন যে ২৮শে জুন পর্যন্ত কোনও পদক্ষেপ করা যাবেনা। তবে আদালত আরো একটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে দেয় যে পুলিশ আদালতে আসতে পারবে যদি তারা মনে করে এই সময়ের মধ্যে কোন জরুরি নির্দেশ প্রয়োজন। এবার দেখার বিষয় যে রাজ্য সরকারের পরবর্তী পরিকল্পনা কি হয়। এছাড়া এটাও দেখার বিষয় যে বিজেপির তরফ থেকেও কষা হয় এই সময়ের মধ্যে। এই প্রশ্নগুলির উত্তর পাওয়া যাবে আর মাত্র কটাদিনের মধ্যে।
মানিকতলা বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়াতে পারেন সুপ্তি পান্ডে
ফের রাজ্যে আর কিছুদিনের মধ্যেই হবে ভোট। তবে এটি হলো উপনির্বাচন। ভোটাভুটি চলবে রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে – মানিকতলা, বাগদা, রায়গঞ্জ ও রানাঘাট দক্ষিণ। ইতিমধ্যেই এই উপনির্বাচন ঘিরে নবান্নে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী এবং শেষ পর্যন্ত ঠিক করা হয় যে মানিকতলা বিধানসভা কেন্দ্র থেকে ঘাসফুল শিবিরের হয়ে দাঁড়াবেন প্রয়াত সাধন পান্ডের স্ত্রী সুপ্তি পান্ডে। যদিও সরকারিভাবে কোনকিছু ঘোষণা করা হয়নি দলের তরফ থেকে। তবে যারা গিয়েছে যে সুপ্তি পান্ডে এই সিদ্ধান্তে হ্যাঁ বলেছেন। এবার দেখার বিষয় যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কবে সরকারিভাবে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এছাড়া বাকি বিধানসভা কেন্দ্রগুলি থেকে কাদেরকে দাঁড় করানো হবে? তা জানা যাবে আর কিছুদিনের মধ্যে।
ফের জঙ্গি হামলা কাশ্মীরে! সেনা ও সন্ত্রাসবাদীদের লড়াইয়ে আহত তিন গ্রামবাসী
সন্ত্রাস থামার যেন নামই নেই কাশ্মীরে। রিয়াসি জেলায় তীর্থযাত্রীদের বাসে হামলা চালানোর কয়েকদিনের মধ্যে ফের সেই রাজ্যে হামলা চালালো সন্ত্রাসবাদীরা। এবারের ঘটনাটি ঘটেছে কাঠুয়া জেলায়। মঙ্গলবার জেহাদীরা আক্রমণ করে হীরানগর এলাকার সাইদা গ্রামে। জানা গিয়েছে যে এই ঘটনার জেরে আহত হয়েছেন তিন গ্রামবাসী। যদিও সেনাদের দাঁড়াও মৃত্যু হয়েছে এক জঙ্গির। এই ঘটনায় চরম চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এই ঘটনার নিয়ে মুখ খুলেছেন কােন্দ্রীয় মন্ত্রী জীতেন্দ্র সিং। তিনি বলেছেন, “যোগাযোগ করা হয়েছে কাঠুয়ার জেলাশাসকের সঙ্গে। দিল্লির তরফ থেকেও এই বিষয়টার উপর নজর রাখা হচ্ছে।” এবার দেখার বিষয় যে কেন্দ্রের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয় কাশ্মীরে সন্ত্রাস রুখতে। জানা যাবে আর কিছুদিনের মধ্যে।
বোন প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে বড় মন্তব্য করে বসলেন রাহুল গান্ধী
সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে দুর্দান্ত ফল করেছে ইন্ডিয়া জোট। জিততে না পারলেও রাতের ঘুম কেড়ে নিয়েছে এনডিএ জোটের। যেকোনো মুহূর্তে পড়ে যেতে পারে সরকার। এমন আশঙ্কায় দিন কাটছে তাদের। এমন পরিস্থিতিতে এবার নিজের বোনকে নিয়ে বড় মন্তব্য করে বসলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে তিনি বললেন, “যদি বারাণসী কেন্দ্র থেকে ও দাঁড়াতো, তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ২-৩ লক্ষ্য ভোটে হারাতো।” যদিও তিনি এটাও স্পষ্ট করে দিলেন যে কোন ঔদ্ধত্য থেকে তিনি এমন কথা বলছেন না। রাহুলের বক্তব্য, “আমি একথা বলছি কারণ দেশের মানুষ যে প্রধানমন্ত্রীর এই রাজনীতি নিয়ে সন্তুষ্ট নন, সেটা ওনাকে ভালো করে বুঝিয়ে দিয়েছেন। আমাদের দেশের নাগরিকরা বুঝিয়ে দিয়েছেন যে তাঁরা ঘৃণা ও হিংসার বিরুদ্ধে।”
‘সাতসকাল’ আজ এই পর্যন্তই। আগামীকাল আমরা ফের আপনাদের কাছে ফিরে আসবো দিনের সব নজরকাড়া খবর নিয়ে। ধন্যবাদ। সুপ্রভাত।