নিউজ ডেস্ক: প্রিয় পাঠক প্রতিদিন সকালে বঙ্গ-ভারতী নিউজের তরফ থেকে আপনাদের কাছে তুলে ধরা হচ্ছে গতকালের গুরুত্বপূর্ণ সব খবর। রাজ্য থেকে দেশ, কি ঘটলো গত ২৪ ঘন্টায়? দেখে নিন একনজরে এবং জেনে নিন বিস্তারিতভাবে।
বাড়ল রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর থাকার মেয়াদ! নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট
লোকসভা নির্বাচন শেষ হলেও রাজ্যে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। তবে এবার তাদের থাকার মেয়াদ আরো বাড়ানো হলো। কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হল যে আগামী ২১ জুন পর্যন্ত বঙ্গভূমে থাকবে কেন্দ্রীয় বাহিনী। যদিও নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছিল যে আগামী ১৯ জুন পর্যন্ত তারা থাকবে রাজ্যে। তবে এর সঙ্গে আরও একটি নির্দেশ দেওয়া হল আদালতের তরফ থেকে। তারা জানিয়েছে যে স্কুলগুলিতে রাখা যাবেনা বাহিনীদের। এবার দেখার বিষয় যে আদালতের এই নির্দেশের পর কি প্রতিক্রিয়া আসে রাজ্য সরকারের তরফ থেকে। কি পদক্ষেপ নেবে শাসকদল? পরবর্তী পরিকল্পনা কি হবে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলির? সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে আর কিছুদিনের মধ্যে।
সরকারি জমি জবরদখলকারীদের রুখতে নবান্ন থেকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরই ফের অ্যাকশন মোডে রাজ্যের মুখ্যমন্ত্রী, তথা তৃণমূল সুপ্রিমো, মমতা বন্দ্যোপাধ্যায়। বলা যায় যে এখন থেকেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। বুধবার, অর্থাৎ ১২ই জানুয়ারি, নবান্নে বৈঠক ডাকেন তিনি এবং বড় নির্দেশ দেন সকলকে। এদিন মুখ্যমন্ত্রী সকলকে স্পষ্ট করে জানিয়ে দেন যে যারা সরকারি জমি জবরদখল করে রেখেছে, তাদের রেয়াত নেই। পাশাপাশি তিনি এই প্রসঙ্গে একটি রিপোর্ট তৈরি করারও নির্দেশ দিয়েছেন। এবার দেখার বিষয় যে পরবর্তী পদক্ষেপ কি নেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে। এছাড়াও রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলির তরফ থেকে কি প্রতিক্রিয়া আসে, সেটাও দেখার বিষয়। সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে আর কিছুদিনের মধ্যে।
চিকিৎসার জন্য সংগঠন থেকে সাময়িক বিরতি নিলেন তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়
বুধবার, অর্থাৎ ১২ই জুন, নিজের এক্স হ্যান্ডেল থেকে বড় ঘোষণা করলেন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘাসফুল শিবিরের সেনাপতি জানালেন যে সংগঠন থেকে সাময়িক বিরতি নেবেন তিনি। যদিও কারণ হিসেবে তিনি চিকিৎসাকে তুলে ধরলেন। নিজের এক্স হ্যান্ডেল থেকে তিনি জানান যে এই সময় তিনি মানুষের চাহিদা থেকে সমস্যা, সবকিছুই বুঝতে পারবেন। তিনি দাবি করেন যে তিনি আশাবাদী রাজ্য সরকার সকলের পাশে দাঁড়াবেন এবং সমস্যার সমাধান করবেন। এছাড়াও সেই পোস্ট থেকে তিনি গতবছরের নবজোয়ার যাত্রার কথাও তুলে ধরেন। এবার দেখার বিষয় যে কত তাড়াতাড়ি তিনি ফিরে আসেন রাজনীতির ময়দানে। নাকি এই বিরতির পেছনে রয়েছে বড় কোন ছক? এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে আর কিছুদিনের মধ্যেই।
জিডিপি নিয়ে মোদি সরকারকে সুসংবাদ দেওয়া হলো বিশ্ব ব্যাংকের তরফ থেকে
লোকসভা নির্বাচনে জয় হলেও সময়টা একেবারেই ভালো যাচ্ছেনা এনডিএ জোটের। চরম চাপে রয়েছে তারা কারণ জয়ের ব্যবধান অত্যন্ত কম। যেকোন মুহূর্তে পড়ে যেতে পারে সরকার। তবে এই চরম চাপের মাঝেও একটি স্বস্তির সংবাদ এলো মোদি সরকারের কাছে। সেই সুখবরটি অর্থনীতির ক্ষেত্রে এবং সেটি দিল বিশ্ব ব্যাংক। গ্লোবাল ইকোনমিক্স প্রসপেক্টস নামে একটি রিপোর্টে বিশ্ব ব্যাংক জানিয়েছে যে ৬.৭ শতাংশ হারে ভারতের জিডিপি বাড়বে আগামী তিন বছরে। এখানেই শেষ নয় তাদের তরফ থেকে আরো জানানো হয়েছে যে বড় অর্থনীতির দেশগুলির মধ্যে ভারতের অর্থনীতি সবচেয়ে দ্রুত হারে বাড়বে। এবার দেখার বিষয় যে এই রিপোর্ট নিয়ে প্রতিক্রিয়া দেন বিরোধী রাজনৈতিক দলগুলি। কি বলবে ইন্ডিয়া জোট? তা বলবে সময়।
কাশ্মীরে অব্যাহত জঙ্গি হামলা! এবার ডোডা জেলায় হামলা চালালো সন্ত্রাসবাদীরা
সেনা ও সন্ত্রাসবাদীদের লড়াইয়ে রীতিমত রণক্ষেত্রের চেহারা নিয়েছে কাশ্মীর। জঙ্গিদের হঠাৎ হামলার জেরে সেখানে আতঙ্কে দিন কাটাচ্ছে সাধারণ মানুষ। জানা গিয়েছে যে ৬০ ঘণ্টার মধ্যে তিন জঙ্গি হামলার ঘটনা ঘটেছে উপত্যকায়। এখানেই শেষ নয়, মোট ১১টি জঙ্গি হামলার ঘটনা ঘটেছে সেখানে গত ৯ জুন থেকে এখনও পর্যন্ত। জানা গিয়েছে যে মঙ্গলবার, অর্থাৎ ১১ই জুন, রাতে জইশ-ই-মহম্মদ ঘনিষ্ঠ সংগঠন কাশ্মীর টাইগার্স হামলা চালায় ভাদেরওয়া-পাঠানকোট সড়কে ৪ রাষ্ট্রীয় রাইফেলস ও পুলিশের যৌথ চেকপোস্টে এবং এর জেরে গুরুতর আহত হয়েছেন ৫ জওয়ান ও এক পুলিশ আধিকারিক। এবার দেখার বিষয় যে কাশ্মীরে লাগাতার সন্ত্রাস রুখতে কি পদক্ষেপ নেওয়া হয় কেন্দ্র সরকারের তরফ থেকে। সব জানা যাবে আর কিছুদিনের মধ্যে।
‘সাতসকাল’ আজ এই পর্যন্তই। আগামীকাল আমরা ফের আপনাদের কাছে ফিরে আসবো দিনের সব নজরকাড়া খবর নিয়ে। ধন্যবাদ। সুপ্রভাত।