নিউজ ডেস্ক: প্রিয় পাঠক প্রতিদিন সকালে বঙ্গ-ভারতী নিউজের তরফ থেকে আপনাদের কাছে তুলে ধরা হচ্ছে গতকালের গুরুত্বপূর্ণ সব খবর। রাজ্য থেকে দেশ, কি ঘটলো গত ২৪ ঘন্টায়? দেখে নিন একনজরে এবং জেনে নিন বিস্তারিতভাবে।
দেখতে দেখতে শেষ হয়ে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপ। একেবারে দাপটের সঙ্গে টুর্নামেন্ট জিতে নিল টিম ইন্ডিয়া। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে একটি ম্যাচেও পরাজয়ের মুখোমুখি হতে হয়নি মেন ইন ব্লুকে। সবকটি ম্যাচই তারা জিতেছে দাপটের সঙ্গে। সৌজন্যে ব্যাটারদের দুর্দান্ত ব্যাটিং এবং বোলারদের আক্রমণাত্মক বোলিং। এছাড়াও ফিল্ডাররাও মাঠে নিজেদের ১০০ শতাংশ দিয়েছে অন্যান্য দলগুলিকে রুখতে। বাকি দলগুলিকেও রীতিমতো হিমশিম খেতে দেখা গিয়েছে রোহিত শর্মা ও তাঁর বাহিনীর সামনে। সবমিলিয়ে, এই জয়ে আনন্দে ফেটে পড়েছে গোটা দেশ। পাশাপাশি, চোখ থেকে জল বের করে দিয়েছে বহু প্রাক্তন ক্রিকেট তারকা থেকে শুরু করে ক্রিকেটপ্রেমীদের।
এদিন প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া। শুরুতে দ্রুত তিনটি উইকেট হারায় তারা। এরপর অক্ষর প্যাটেলের সঙ্গে একটি বড় পার্টনারশিপ গড়েন দলের চেজ মাস্টার বিরাট কোহলি। অক্ষর প্যাটেল প্যাভিলিয়ন ফিরে যাওয়ার পর কিং কোহলি আরো একটি বড় পার্টনারশিপ গড়েন শিবম দুবের সঙ্গে। এরপর ৫৯ বলে ৭৬ রানের একটি সাজানো ইনিংস খেলে আউট হন বিরাট কোহলি। এছাড়া অক্ষর প্যাটেল করেন ৪৭ ও শিবম দুবে করেন ২৭। ২০ ওভার শেষে ভারত তোলে ৭ উইকেটে ১৭৬। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে দুটি করে উইকেট নেন এনরিচ নরকিয়া ও কেশব মহারাজ এবং একটি করে উইকেট নিজেদের ঝুলিতে তোলেন মার্কো ইয়ানসেন ও কাগিসো রাবাডা।
জবাবের রান তাড়া করতে নেমে শুরুটা একেবারেই ভালো হয়নি দক্ষিণ আফ্রিকার। বুমরাহ ও আর্ষদীপের দুর্দান্ত বোলিংয়ের জেরে দ্রুত প্যাভিলিয়নে ফিরে যান রিজা হেন্ড্রিক্স ও অধিনায়ক এডেন মার্করাম। এরপর ট্রিস্টান স্টাবসের সঙ্গে একটি পার্টনারশিপ গডেন কুইন্টন ডি কক। তবে কিছুক্ষণ পর অক্ষর প্যাটেলের বলে আউট হয় প্যাভিলিয়নে ফিরে যান ট্রিস্টান স্টাবস। তার খানিকক্ষণ বাদেই আর্ষদীপের বলে আউট হয় প্যাভিলিয়নে ফিরে যান কুইন্টন ডি কক। ডেভিড মিলারকে সঙ্গে নিয়ে আক্রমণ করতে থাকেন হেনরিক ক্লাসেন।
একটা সময় এমন এসেছিলো যখন সকলেই ধরে নিয়েছিল যে ম্যাচ সহজেই জিতবে দক্ষিণ আফ্রিকা। কিন্তু হার্দিক পান্ডিয়া ফের টিম ইন্ডিয়াকে কামব্যাক করান। ক্লাসিন আউট হওয়ার পর কয়েক মিনিট বাদেই প্যাভিলিয়নে ফিরে যান ইয়ানসেন। দক্ষিণ আফ্রিকাকে বেশ ভালো করেই আটকে দেয় ভারত এবং শেষ ওভারে হার্দিক পান্ডিয়ার প্রথম বলে একটি দুর্দান্ত ক্যাচ নেন সূর্যকুমার যাদব এবং আউট হন ডেভিড মিলার। এরপরই সমস্ত আশা শেষ হয়ে যায় প্রোটিয়াদের। একটি বল বাকি থাকতে আউট হন কাগিসো রাবাডা এবং শেষ বলে মাত্র একটি রান নিতে পারে দক্ষিণ আফ্রিকা এবং অবশেষে ৭ রানে ম্যাচ নিজেদের নামে করে নেয় ভারত। নিজের দুর্দান্ত ইনিংসের জন্য ম্যাচের সেরা ঘোষণা করা হয় বিরাট কোহলিকে এবং গোটা টুর্নামেন্টজুড়ে আক্রমণাত্মক বোলিং করার জন্য টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন জাস্প্রীত বুমরাহ। তবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই ফরম্যাট থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। দুজনেই জানান এটা তাদের শেষ ম্যাচ।
এই জয়ের পর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেট তারকা সকলেই রোহিত শর্মা-বিরাট কোহলিদের অভিনন্দন জানান। নেটিজেনরাও সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে পোষ্টের বন্যা বইয়ে দেন। অনেকে আবেগের বসে কাঁদতেও শুরু করেন। আবার অনেকে দুঃখপ্রকাশ করেন এটা ভেবে যে এবার থেকে ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে আর দেখা যাবেনা ভারতীয় ক্রিকেট দলের দুই নক্ষত্র বিরাট কোহলি ও রোহিত শর্মাকে। সকলেই দাবি করেছেন যে এই দৃশ্য আজীবন তাদের মনে থাকবে।
উল্লেখ্য, এই সদ্য শেষ হওয়া টি২০ বিশ্বকাপটি টুর্নামেন্টের নবম মরসুম। এটি শুরু হয় ১লা জুনে এবং শেষ হয় ২৯শে জুনে। এবারের আয়োজক দেশ ছিল ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র। এই প্রথমবার ক্রিকেটের কোন বিশ্বকাপ খেলা হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। মোট ২০টি দল অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায় এবং তাদের ভাগ করা হয় চারটি গ্রুপে। অর্থাৎ প্রতিটি গ্রুপে ছিল পাঁচটি করে দল। এবারের মরসুমে প্রথমবারের জন্য খেলতে দেখা যায় ক্যানাডা, উগান্ডা ও মার্কিন যুক্তরাষ্ট্রকে। খেলা হয় মোট ৫৫টি ম্যাচ। ফাইনাল ম্যাচটি খেলা হয় বার্বাডোজের কেনসিংটন ওভাল স্টেডিয়ামে। শেষ অবধি ১৭ বছর পর এই খেতাব ফের তোলে টিম ইন্ডিয়া। এর সঙ্গে ১১ বছর বাদে আইসিসি ট্রফি পেল তারা। দক্ষিণ আফ্রিকা ফাইনালে গিয়েও ট্রফি জিততে পারেনি। বলা যায় যে জয়ের দোরগোড়ায় এসেও খালি হাতে ফিরতে হলো তাদের। ২৯শে জুন একটি স্মরণীয় দিন হয়ে উঠল ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য।
‘সাতসকাল’ আজ এই পর্যন্তই। আগামীকাল আমরা ফের আপনাদের কাছে ফিরে আসবো দিনের সব নজরকাড়া খবর নিয়ে। ধন্যবাদ। সুপ্রভাত।