নিউজ ডেস্ক: প্রিয় পাঠক প্রতিদিন সকালে বঙ্গ-ভারতী নিউজের তরফ থেকে আপনাদের কাছে তুলে ধরা হচ্ছে গতকালের গুরুত্বপূর্ণ সব খবর। রাজ্য থেকে দেশ, কি ঘটলো গত ২৪ ঘন্টায়? দেখে নিন একনজরে এবং জেনে নিন বিস্তারিতভাবে।
হাতেরাস কাণ্ডে একটি সাড়ে আটশো পাতার রিপোর্ট জমা দিল বিশেষ তদন্তকারী দল (সিট)! দাবি করা হলো পরিকল্পিত ষড়যন্ত্রের কথা
হাতরাসে ভোলে বাবার সৎসঙ্গ অনুষ্ঠানে পদপৃষ্ঠ হয়ে মৃত্যু হয় অনেকের। এরপরই তদন্ত নামে পুলিশ এবং গ্রেপ্তার করা হয় ছয়জন সেবাদারকে। মূল সেবাদার মধুকরও এই মুহূর্তের পুলিশের হাতে বন্দি। তবে ভোলে বাবা এখনো পুলিশের জালে আসেনি তবে তার নামে দিল্লিতে একটি এফআইআর হয়েছে। যা উত্তরপ্রদেশে নেই। যদিও ভোলে বাবার আইনজীবী বক্তব্য যে তদন্তে সবরকমভাবে সহযোগিতা করবে তাঁর মক্কেল। এমনকি ভোলেবাবা ও এক সাংবাদিক সাক্ষাৎকারে নিজের মত প্রকাশ্যে এনেছেন এই ঘটনা প্রসঙ্গে। এমন পরিস্থিতিতে মৃতদের পরিবার ও আহতদের সঙ্গে দেখা করতে যান কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাদের সমস্যার কথা শুনে তিনি সবরকমভাবে পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি, সাংবাদিকদের মুখোমুখি হয় তিনি জানিয়ে দেন যে তিনি এমন মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে রাজনীতি করবেন না। তবে তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে অনুরোধ করেন যেন মনখোলাভাবে আর্থিক সাহায্য করা হয় ক্ষতিগ্রস্তদের।
সেই রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের তরফ থেকেও একটি তদন্ত কমিটি গড়ে তোলা হয় পুরো ঘটনা খতিয়ে দেখার জন্য এবং সাতদিনের মধ্যে নির্দেশ দেওয়া হয়েছিল রিপোর্ট জমা দেওয়ার। তবে তার আগেই সেই বিশেষ তদন্তকারী দল (সিট) একটি সাড়ে আটশো পাতার রিপোর্ট জমা দেন যাতে সেদিনকার পরিস্থিতি পাশাপাশি আয়োজকদের ভূমিকার কথাও তুলে ধরা হয়েছে। এছাড়াও দাবি করা হয়েছে যে এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্রও হতে পারে। জানা গিয়েছে সে রিপোর্টের ভিত্তিতেই যোগী আদিত্যনাথের সরকার পরবর্তী পদক্ষেপ নেবে।
প্রশ্ন: এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত আরো কি ধরা পড়ে বিশেষ তদন্তকারী দলের (সিট) সেই রিপোর্টে? পরবর্তী পদক্ষেপ কি নেওয়া হয় উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে? ভোলে বাবাকে জালে নেওয়ার জন্য কি পরিকল্পনা করবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ? উঠে আসবে কার বা কাদের নাম? কি হবে সাধারণ মানুষের প্রতিক্রিয়া? সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে আর কিছুদিনের মধ্যে।
হেমন্ত সোরেন ফের মুখ্যমন্ত্রী হওয়ার পরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো ইডি
জমি কেলেঙ্কারি সংক্রান্ত আর্থিক তছরুপের অভিযোগে প্রায় মাস পাঁচেক কারাগারে কাটায় ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। যদিও জেলে যাওয়ার আগে তিনি মুখ্যমন্ত্রী ছিলেন তবে গ্রেফতার হবে বুঝতে পেরে তিনি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন এবং সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রীর ভূমিকায় দেখা গিয়েছিল চম্পাই সোরেনকে। তবে জেল থেকে মুক্তি পাওয়ার পর তিনি ফের ঝাড়খণ্ডের মসনদে বসেন। রাজভবনে শপথবাক্য পাঠ পড়েন।
তবে তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরই ফের অ্যাকশন মোডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ঝাড়খন্ড মুক্তি মোর্চার সুপ্রিমোড় জামিনের রায়ের উপর স্থগিতাদেশের দাবি তুলে শীর্ষ আদালতের দ্বারস্থ হন ইডি আধিকারিকরা। তবে সামনেই সেই রাজ্যের বিধানসভা নির্বাচন, কিন্তু তার আগে যদি ফের জেলে যেতে হয় হেমন্ত সোরেনকে, তাহলে একটা বিশাল চাপে পড়তে পারে জেএমএম-কংগ্রেস জোট। বলা যায় পুরো পাশাই পাল্টে যেতে পারে। অন্তত এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।
প্রশ্ন: এবার দেখার বিষয় যে পরবর্তী পদক্ষেপ কি নেওয়া হয় হেমন্ত সোরেন সহ গোটা ঝাড়খন্ড মুক্তি মোর্চা দলের থেকে। বিজেপির তরফ থেকেই বা কি পরিকল্পনা করা হয়েছে? হেমন্ত সোরেনকে কি ফিরে যেতে হবে জেলে? নাকি শীর্ষ আদালতে মুখ পুড়বে গেরুয়া শিবিরের? কি হবে শেষ পর্যন্ত? সব উত্তর পাওয়া যাবে আর কিছুদিনের মধ্যে।
গৌতম গম্ভীরের নাম ঘোষণা করা হলো ভারতীয় ক্রিকেট দলের নতুন কোচ হিসেবে
টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় দিয়ে ভারতীয় ক্রিকেট দলের কোচের মেয়াদ শেষ করলেন প্রাক্তন তারকা ক্রিকেটার রাহুল দ্রাবিড়। এবার তাঁর পরিবর্তে সেই দায়িত্ব সামলাবেন আরেক প্রাক্তন তারকা ক্রিকেটার গৌতম গম্ভীর। বিসিসিআই সচিব জয় শাহের তরফ থেকে এই ঘোষণাটি সরকারিভাবে করে দেওয়া হয়। নিজের এক্স হ্যান্ডেল থেকে তিনি গৌতিকে স্বাগত জানান। পাশাপাশি, তিনি আরো দাবি করেন যে ক্রিকেটের দ্রুত পরিবর্তন কাছ থেকে দেখেছেন গম্ভীর এবং তাঁর হাত ধরেই ভারতীয় ক্রিকেট আগামী দিনে আরও বড় জায়গায় এগোবে। গম্ভীরও খুশি প্রকাশ করেছেন এই পদ পেয়ে। তিনি জানান যে তার লক্ষ্য ভারতবাসীর মুখে সেই হাসি ফিরিয়ে আনা এবং এটার জন্য তিনি যা করার তা করবেন।
প্রশ্ন: এবার দেখার বিষয় যে গৈতির হাত ধরে কোন জায়গায় পৌছাবে দল। তিনি কি পারবেন ভারতকে আরও একটি ট্রফি দিতে? দলের খেলোয়াড়দের প্রতিক্রিয়া কি হবে গৌতম গম্ভীর কোচ হওয়ার পর? এসেই কি স্ট্রাটেজি হবে প্রাক্তন ভারতীয় তারকার? আগামী সিরিজগুলিতে তাঁর কোচিংয়ে কেমন পারফর্ম করবে টিম ইন্ডিয়া? সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে আর কিছুদিনের মধ্যে।
‘সাতসকাল’ আজ এই পর্যন্তই। আগামীকাল আমরা ফের আপনাদের কাছে ফিরে আসবো দিনের সব নজরকাড়া খবর নিয়ে। ধন্যবাদ। সুপ্রভাত।