দেবজিৎ মুখার্জি, কলকাতা: নভেম্বর মাস নিয়ে এলো একগুচ্ছ খুশির খবর। এবার মুখে হাসি ফুটতে চলেছে সরকারি কর্মচারীদের। গোটা মাসজুড়ে বইবে ছুটির বন্যা। কেউ ভাবতেও পারেনি যে এমন একটা কিছু হতে পারে। রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যেই ছুটির তারিখগুলি প্রকাশ্যে আনা হয়েছে। মাসে ১৪টি ছুটি দেখে আনন্দে মেতে উঠেছেন সরকারি কর্মচারীরা।
কবে কবে ঘোষণা করা হয়েছে ছুটি? প্রথমত, কালীপুজো থেকে ভাইফোটার জেরে ৩১শে অক্টোবর থেকে ৪ঠা নভেম্বর পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এরপর ৭ই ও ৮ই নভেম্বরে ছট পুজোর জন্য রয়েছে ছুটি। এরপরই থাকে শনিবার ও রবিবারের নিয়ম মাফিক ছুটি। অর্থাৎ ফ্ল্যাট চার দিন টানা ছুটি পাবেন সরকারি কর্মচারীরা।
এরপরই রয়েছে ১৫ই নভেম্বর গুরু নানকের জন্মদিন উপলক্ষে ছুটি। তারপর শনিবার ও রবিবার। এখানেও একঝাকে টানা তিনদিন ছুটি পাবেন সকলে। ফের ২৩ ও ২৪ তারিখ পড়েছে শনিবার ও রবিবার। নিয়মমাফিক সেই ছুটিগুলো পাবেন সরকারি কর্মচারীরা। এরপর মাসের ৩০ তারিখ শনিবার এবং ১লা ডিসেম্বর রবিবার। সবমিলিয়ে, চলতি মাস একেবারে সুখময় হতে চলেছে সরকারি কর্মচারীদের জন্য। এমনটা প্রায় কমই ঘটেছে।