মোঃ নাওয়াজ শরীফ, বঙ্গভারতী নিউজ, মালদা: মঙ্গলবার, ১২ই নভেম্বর, মালদা টাউন হলে পরিযায়ী শ্রমিকদের নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। নাম ‘কর্মসাথী’। এদিন জেলার ১৪৬টি গ্রাম পঞ্চায়েত প্রধান সহ বিভিন্ন পরিযায়ী শ্রমিক পরিবারের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের বস্ত্র ও সংখ্যালঘু দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তাজমুল হোসেন, মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, জেলাশাসক নীতিন সিংহানিয়া, শ্রম দপ্তরের মালদার জয়েন্ট লেবার কমিশনার তানিয়া দত্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
এদিনের কর্মশালার মূল আলোচনার বিষয় ছিল পরিযায়ী শ্রমিকদের উন্নতি। কর্মসাথী প্রকল্পের সুবিধামূলক বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি, পঞ্চায়েত সদস্য ও গ্রাম পঞ্চায়েত প্রধানদের একাধিক নির্দেশিকা দেওয়া হয়েছে। তাদের বলা হয়েছে যে এখনো পর্যন্ত যেই পরিযায়ী শ্রমিকদের সরকারিভাবে নাম রেজিস্ট্রেশন করা হয়নি, সেগুলি যেনো তাঁরা দ্রুত তদন্ত করে দেখেন। এছাড়াও মৃত পরিযায়ী শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে।
কর্মশালায় ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী অনুরোধ করেন যেন টোলফ্রি নাম্বার চারিদিকে ছড়িয়ে দেওয়া হয় যাতে পরিবারগুলি সহজে যোগাযোগ করতে পারে। অন্যদিকে, জেলাশাসক নীতিন সিংহানিয়াও নিজের বক্তব্য পেশ করেন। তিনি বলেন, “বর্তমানে মালদা জেলায় দুই লক্ষ ৭০ হাজার রেজিস্টার্ড পরিযায়ী শ্রমিক রয়েছে।”