দেবজিৎ মুখার্জি, কলকাতা: বিধান ভবনে দলীয় বৈঠকে প্রদেশ কংগ্রেসকে বড় বার্তা এআইসিসি নেতা ও রাজ্যের পর্যবেক্ষক গুমাল মীরের। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারকে পাশে নিয়ে দলের পদাধিকারীদের তিনি বলেন, “পাশে দাঁড়াতে হবে কর্মীদের। কাদের হাত ধরতে হবে, সেসব নিয়ে ভাবতে হবেনা। আপনারা সংগঠনকে শক্তিশালী করুন। এটা মনে রাখবেন যে বাংলা ও দেশে প্রধান শত্রু বিজেপি। রুখতেই হবে তাদের।”