দেবজিৎ মুখার্জি: বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদ জানাতে পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ সনাতনী হিন্দু সংগঠনের সন্ন্যাসীদের। অরাজনৈতিক এই কর্মসূচিতে যোগ দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঞ্চ থেকে হিন্দু ঐক্যের ডাক দেন তিনি। এরপর হয় পদযাত্রা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “বহু মানুষ জমায়েত করেছে। এরা বিজেপি নয়। হিন্দুরা জোট বাঁধছে। সীমান্তে বাণিজ্য বন্ধ সকাল ছটা থেকে। টাইট হয়ে গিয়েছে একদিনে। ভারত আত্মসমর্পণ করাবে নতুন রাজাকারদের। পাকিস্তানের মতো অবস্থা করে দেবে।”