দেবজিৎ মুখার্জি, কলকাতা: বিধানসভায় জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের সঙ্গে বৈঠকে কেন্দ্র ও ডিভিসির বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “২০ লক্ষ মানুষ জল পাচ্ছেনা ডিভিসির জন্য। কেন্দ্র বাংলাকে বঞ্চনা করছে জলজীবন প্রকল্পে। কেন্দ্র ভোট এলেই বলে যে বাংলার ঘরে ঘরে তারা জল দিচ্ছে। এই প্রকল্পে ৯০ শতাংশ টাকা দেয় রাজ্য এবং ১০ শতাংশ দেয় কেন্দ্র।” এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী সহ অন্যান্যরা।