দেবজিৎ মুখার্জি, কলকাতা: বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদ জানাতে ৫ ডিসেম্বর রানি রাসমণি অ্যাভিনিউতে সভা করবে এপার বাংলার সনাতনীরা। সেই অনুমতি চেয়ে আদালতে দ্বারস্থ হয় তারা এবং অনুমতি দিয়ে জানানো হয় যে শান্তিপূর্ণভাবে সভা করতে হবে এবং সরকারি সম্পত্তি ভাঙচুর বা সরকারি কর্মীদের উপর হামলা না করা হয়। এই প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “ভরে গিয়েছে রোহিঙ্গায়, স্টোর করছি সব। এনআইএকে সব দেব। এদের তাড়াবো যদি আমি হিন্দুর বাচ্চা হই। আগামী পরশু রানী রাসমণিতে সমাবেশ হবে সনাতনীদের।”