দেবজিৎ মুখার্জি, কলকাতা: বছরের অন্তিম লগ্নে ফের ইডি হানা কলকাতায়। মেডিক্যাল কলেজে ভর্তিতে দুর্নীতির তদন্তে মঙ্গলবার ৩রা ডিসেম্বর সকালে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে আধিকারিকরা আসেন সল্টলেকের বিসি ব্লকের একাধিক আবাসনে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো তল্লাশি চলছে এবং আবাসনগুলি ঘিরে রয়েছে জওয়ানরা। এক আধিকারিকের বক্তব্য, “একাধিক গুরুত্বপূর্ণ নথি আমাদের হাতে লাগার সম্ভাবনা রয়েছে এই তল্লাশি থেকে।” যদিও শুধু কলকাতা নয়, তল্লাশি চালানো হচ্ছে বজবজ, দুর্গাপুর, হলদিয়া, ঝাড়গ্রাম সহ একাধিক বেসরকারি মেডিক্যাল কলেজ ও কয়েকজনের বাড়িতেও।