দেবজিৎ মুখার্জি: আদানি ‘ঘুষকাণ্ড’ নিয়ে সংসদে কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটের অন্যান্য শরিক দল বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিলেও তাতে যোগ দেয়নি বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস এবং উত্তরপ্রদেশের প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টি। দুই দলেরই বক্তব্য যে দুর্নীতির ইস্যু পরিবর্তে মানুষের সমস্যা তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও কংগ্রেসের বক্তব্য, আদানি ইস্যু নিয়ে কথা বলতে হবে বাকি সব কাজ ফেলে। এদিন বিক্ষোভের সংসদের দুই কক্ষ দুপুর দুটো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়।