দেবজিৎ মুখার্জি: ভারত-বাংলাদশ বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের আগে ঢাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে মিছিল বিএনপির ছাত্র, যুব এবং স্বেচ্ছাসেবক দলের। যদিও রামপুরার কাছে ব্যারিকেড করায় মিছিল থামিয়ে দিতে সফল হয় পুলিশ। এদিন তারা একটি স্মারকলিপি জমা দেয় যাতে আগরতলায় বাংলাদেশ উপদূতাবাসে হামলার ঘটনার পাশাপাশি শেখ হাসিনাকে ভারতের আশ্রয় দেওয়ার প্রসঙ্গ তুলেও অসন্তোষ প্রকাশ করা হয়েছে বিএনপির তরফ থেকে। তাদের বক্তব্য, প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতে থেকে বাংলাদেশের পরিস্থিতি অস্থির করার চেষ্টা করছেন।