দেবজিৎ মুখার্জি, কলকাতা: আরজি কর হত্যাকাণ্ডের বিচারহীন চার মাস পূর্তিতে বড় ঘোষণা ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের। অভয়া ডব্লিউবিডিএফ স্কলারশিপ চালু করার কথা ঘোষণা করা হলো সংগঠনের তরফ থেকে। ১০ ছাত্রছাত্রীকে এই স্কলারশিপ দেওয়া হবে প্রতি বছর – পাঁচজন যাঁরা এমবিবিএস পড়তে ঢুকেছে এবং পাঁচজন যারা মাধ্যমিক পাশ করে উচ্চশিক্ষার দিকে এগোচ্ছে। এখানেই শেষ নয়, সংগঠনের তরফ থেকে এটাও জানানো হয় যে জানুয়ারির ৮ তারিখ গণ কনভেনশন হবে বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত।