দেবজিৎ মুখার্জি, কলকাতা: বাংলাদেশে হিন্দু নির্যাতনের ইস্যু নিয়ে সোমবার নগেন্দ্র মঠ ও বাংলা সিটিজেন্স ফোরামের সদস্যদের সঙ্গে রাজভবনে যান কুণাল ঘোষ। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “এতে রাজ্য সরকারের কিছু করার নেই। যা ব্যবস্থা কেন্দ্রকেই নিতে হবে। আমরা রাজ্যপালকে অনুরোধ করেছি কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করতে যাতে বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করা যায়। উনি আমাদের কথা শুনেছেন এবং জানিয়েছেন যে কেন্দ্রের সঙ্গে কথা বলবেন। এমন ঘটনা বাংলাদেশের ঘটলে, তার প্রভাব শুধু পশ্চিমবঙ্গের উপর নয়, গোটা ভারতের উপর পড়বে।”