দেবজিৎ মুখার্জি, কলকাতা: শীর্ষ আদালতে তিন মাসের জন্য পিছোলো আরজি কর মামলার শুনানি। আগামী ১৭ মার্চ ধার্য করা হয়েছে পরবর্তী শুনানির দিন। এছাড়া কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধেও করা মামলা প্রত্যাহারের অনুমতি দেওয়া হয়েছে।
এমন পরিস্থিতিতে হতাশ অভয়ার পরিবার একহাত নিলো সুপ্রিম কোর্ট ও সিবিআইকে। নিহত চিকিৎসকের বাবার বক্তব্য, “এটা আমরা ভালো করে বুঝে গেছি যে সুপ্রিম কোর্ট আমাদের জন্য কিছু করবেনা। সবটা মিথ্যার উপর দাঁড়িয়ে হচ্ছে। সিবিআই বলছে যে আমাদের সঙ্গে তারা সবসময় যোগাযোগ রাখছে। কিন্তু তদন্ত প্রসঙ্গে আমরা কিছুই জানিনা।”
তিনি আরো বলেন, “সিবিআই আমাদের আশ্বাস দিয়েছিল যে চার্জশিট জমা দেওয়া হবে। কিন্তু আমরা জানতেই পারলাম না যে কখন শিয়ালদহ কোর্টে তা জমা পড়ে গেছে। মেসেজ করে জানার চেষ্টা করছি কবে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়া হবে, সেটাও জানাচ্ছেনা। আমরা ধোঁয়াশায় আছি গোটা প্রক্রিয়া নিয়ে।”