দেবজিৎ মুখার্জি: গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত সম্ভলের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে বাধা দেওয়া হয়েছিল রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে। এরপরই দিল্লিতে নিজের বাসভবনে হিংসা পীড়িত পাঁচ পরিবারের সঙ্গে দেখা করলেন তাঁরা এবং শুনলেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলির কথা।
এদিন কংগ্রেসের দুই প্রধানের সঙ্গে উপস্থিত ছিলেন রিজওয়ান কুরেশি, শচীন চৌধুরি এবং প্রদীপ নারওয়াল। সাক্ষাৎ প্রসঙ্গে কংগ্রেস নেতা শচীন চৌধুরি বলেন, “পরিবারগুলির পাশে আছে কংগ্রেস। দল যে তাদের সুবিচার পাইয়ে দেওয়ার লড়াইতে আছে, তার আশ্বাস দিয়েছেন রাহুল গান্ধী। একজন তো ভেঙে পড়ে কাঁদতে শুরু করে দিয়েছিলেন। তাঁকে জড়িয়ে ধরে স্বান্ত্বনা দেন প্রিয়াঙ্কা গান্ধী।”