দেবজিৎ মুখার্জি: বাংলাদেশে চলতি হিন্দু নির্যাতনের প্রতিবাদ জানাতে দিল্লির চাণক্যপুরীতে বাংলাদেশ হাইকমিশনের কাছে, মঙ্গলবার ‘সিভিল সোসাইটি অব দিল্লি’র ব্যানারে, বিক্ষোভ দেখান প্রায় তিন হাজার মানুষ। তাঁদের মধ্যে রয়েছেন আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরঙ্গ দলের কর্মীরা।
যদিও তিন মূর্তি মার্গ গোলচত্বরে তাঁদের পড়তে হয় পুলিশি বাধার মুখে। পরে হাইকমিশনে গিয়ে স্মারকলিপি জমা দেন এক প্রতিনিধিদল। তার আগে হাইকমিশন অফিসের কাছে প্রতিবাদী ব্যানার-প্ল্যাকার্ড হাতে আসতে থাকে একাধিক মিছিল। তোলা হয় বাংলাদেশ বিরোধী স্লোগান। প্রায় দেড় ঘণ্টা হয় শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ।
এতে অংশ নেন বিজেপি নেত্রী সাধ্বী ঋতম্বরা, ইসকনের কেশব মুরারি প্রভু থেকে শুরু করে আরো অনেকে। বঙ্গ বিজেপির নেতাদের মধ্যে ছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ, কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এবং বর্তমান সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়।