দেবজিৎ মুখার্জি: মোদির মন্ত্রিসভার ‘এক দেশ এক নির্বাচন’এর প্রস্তাবে সায় দেওয়ায় বৃহস্পতিবার কেন্দ্রীয় ক্যাবিনেটে তা পাশ হয়ে গেল। সংসদের চলতি অধিবেশনেই বিল পাশ করা হবে। এরপর কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নিজের এক্স হ্যান্ডেলে তৃণমূল সুপ্রিমো লেখেন, “এটি একটি স্বৈরাচারী পদক্ষেপ। শুধু অসাংবিধানিক নয়, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থীও। আমাদের সাংসদরা এই নিয়ে প্রতিবাদ করছেন। একনায়কতন্ত্রী সিদ্ধান্তের কাছে মাথানত করবেনা বাংলা। এটি দেশের গণতন্ত্র রক্ষা করার লড়াই।”
বিরোধিতার সুর শোনা গেলো সিপিএম ও কংগ্রেসের তরফ থেকেও। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর বক্তব্য, “এই নিয়ে আমাদের অবস্থান অনেক আগে থেকেই স্পষ্ট ছিল। এটা সম্পূর্ণ ভুল একটা বিষয়। সাধারণ মানুষের আস্থা-অনাস্থার কথা মাথায় রেখেই পাঁচ বছর অন্তর ভোট হয়। দেশ গণতান্ত্রিক প্রক্রিয়া থেকেই সরে আসবে যদি এটি চালু হয়।” হাত-শিবিরও দাবি করেছে যে ‘এক দেশ এক নির্বাচন’ অগণতান্ত্রিক।