দেবজিৎ মুখার্জি, কলকাতা: আরজি কর মামলায় এবার অভয়ার মা-বাবার পক্ষে মামলা লড়বেন করুণা নন্দী। পাশাপাশি, শিয়ালদহে আদালতেও প্রশ্ন করবেন তিনি ও তাঁর দল বলে জানা গিয়েছে। সূত্রের খবর, অভয়ার পরিবারের সঙ্গে মতবিরোধের কারণেই মামলা থেকে সরে দাঁড়ান বৃন্দা গ্রোভার।
পরিবার সূত্রের বক্তব্য, আদালতে তাঁদের কথা তুলে না ধরার পাশাপাশি সিবিআইয়ের স্ট্যাটাস রিপোর্ট যে তাঁরা নিয়মিত পাচ্ছে, সেটাও জানানো হয়নি। যদিও সর্বপ্রথম মামলার দায়িত্বে ছিলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। কিন্তু তিনি নানা কাজে ব্যস্ত থাকেন বলেই তাঁকে মামলা থেকে অব্যহতি দেওয়া হয় বলে দাবি করেছিলেন অভয়ার পরিবার।
এবার দেখার বিষয় যে দায়িত্ব পেয়ে কি করে দেখান করুনা নন্দী। তিনি কি পারবেন সুবিচার পাইয়ে দিতে? হতে পারবেন কি তিনি অভয়ার পরিবারের মনের মতো আইনজীবী? নাকি ফের দায়িত্ব যাবে অন্য কারোর কাঁধে? শেষ পর্যন্ত কি হবে, তা বলবে সময়।