দেবজিৎ মুখার্জি: বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে পিছিয়ে গেলো এসএসসির ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি। তার পরিবর্তে এই মামলা শোনা হবে আগামী বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর এবং তা শুনবে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি পিভি সঞ্জয় কুমারের বেঞ্চ।
এদিন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন, “দুটি বিষয় বিবেচনা করা হবে – পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হবে নাকি বৈধভাবে চাকরি পাওয়াদের বেছে নিয়ে বেআইনিভাবে চাকরি পাওয়াদের বাতিল করা হবে।”
তবে এদিন ভিড় জমান চাকরিপ্রার্থীরাও। তা দেখে রীতিমতো ক্ষুব্ধ হন প্রধান বিচারপতি এবং তিনি বলেন, “এতো ভিড় কিসের? আমরা তো আগামী সপ্তাহে মামলা শুনবো। এই দুটি বিষয় বিবেচনা করা হবে এবং সেই অনুযায়ী প্রশ্ন করা হবে।”