দেবজিৎ মুখার্জি, কলকাতা: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাবাসাহেব আম্বেদকার নিয়ে বিস্ফোরক মন্তব্যের প্রতিবাদ জানাতে এবার পথে নামছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেল থেকে জানিয়ে দেন যে চলতি মাসের ২৩ তারিখ দুপুর দুটো থেকে তিনটে পর্যন্ত প্রতিটি ব্লকে, ওয়ার্ডে ও পুরসভাতে প্রতিবাদ মিছিল বার করা হবে। পাশাপাশি, তিনি এটাও দাবি করেন যে লাগাতার দেশের গণতন্ত্র ও সংবিধানের উপর আঘাত হেনেই চলেছে বিজেপি এবং ধীরে ধীরে গেরুয়া শিবিরের দলিত-বিরোধী মুখোশ প্রকাশ্যে আসছে। তিনি আরো দাবি করেন যে দলিতদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিজেপি।