দেবজিৎ মুখার্জি: রোমাঞ্চকর পর্যায়ে পৌঁছে গেছে মেলবোর্ন টেস্ট। অস্ট্রেলিয়ার ৪৭৪ রানের জবাবে ভারতের প্রথম ইনিংস শেষ হয় ৩৬৯ রানে। জবাবে টিম ইন্ডিয়ার জন্য লক্ষ্যমাত্রা তৈরি করতে নেমে চতুর্থ দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৯ উইকেটে ২২৮। এবার দেখার বিষয় যে এই টেস্টের ফল কি হয়। শেষ পর্যন্ত শেষ হাসি কে হাসবে? তা জানা যাবে ৩০শে ডিসেম্বর।