তৃণমূলে মহা সংকট! শাহজাহানকে পেলো সিবিআই
দেবজিৎ মুখার্জী, কলকাতা: লোকসভা নির্বাচন যতো কাছে আসছে, ততো সমস্যা বাড়ছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসের। একদিকে শাহজাহান মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা। তার উপর তাপস রায়ের বিজেপিতে যোগদান। সবমিলিয়ে, এই মুহূর্তে মহা সংকটে সবুজ শিবির।
সন্দেশখালি কাণ্ডে শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। তার বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যায় তৃণমূল। কিন্তু সেখানেও ধাক্কা খায় তারা। বহাল থাকে কলকাতা হাই কোর্টের নির্দেশ। সময়ের আগে ভবানী ভবনে পৌঁছালেও, হাত লাগেনি শাহজাহান। ক্ষুব্ধ ইডি ফের দ্বারস্থ হয় আদালতের। ফের এজলাসে বসার অনুরোধ করে তারা। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত, ভবানী ভবনের অন্য পথ দিয়ে সন্দেশখালির বেতাজ বাদশাকে নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালে। কিন্তু তা করেও পার পাননি তিনি। অবশেষে নিজেদের জালে পেতে সফল হলো।
অন্যদিকে আরও একটি বড় ধাক্কা খেলো শাসকদল। ইস্তফা দেওয়ার পর বিজেপিতে যোগদান দিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তাপস রায়। গেরুয়া শিবিরের পতাকা তুলেই তিনি ‘জয় শ্রীরাম’ স্লোগান তোলেন। এই প্রসঙ্গে তিনি বলেন, “এই সরকার চোরেদের, দুষ্কৃতিদের সরকার। এরা হাই কোর্ট বা সুপ্রিম কোর্টের রায় মানেনা। বাংলায় শান্তি ফিরিয়ে আনার জন্য বিজেপিতে যোগ দিলাম। আজ থেকে আমি মোদি পরিবারের সদস্য হলাম। যতদিন থাকবো নিজের দায়িত্ব পালন করে চলবো।”