দেবজিৎ মুখার্জি, কলকাতা: আরজি কর হত্যাকাণ্ডে আরো একটি রিপোর্ট প্রকাশ্যে আসে, যা বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা জানান যে এক নারীর ডিএনএও পাওয়া গেছে। এছাড়া মিলেছে একাধিক পুরুষের ডিএনএ। এমন পরিস্থিতিতে ফের ইঙ্গিত মিলেছে একাধিক ব্যক্তির যোগ থাকার। এবার দেখার বিষয় যে ফের কোন রিপোর্ট উঠে আসে কিনা এবং এলেও কি দাবি করা হয় তাতে।