দেবজিৎ মুখার্জি, কলকাতা: আরজি কর কাণ্ডে চাঞ্চল্যকর মোড়! নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দিলেন আরজি কর আন্দোলনের অন্যতম মুখ জুনিয়র ডাক্তার আশফাকুল্লা নাইয়া। অন্যদিকে, মামলা থেকে সরে দাঁড়ালেন অভয়ার আইনজীবীরা। তবে ঠিক কি কারনে তাঁরা সরে দাঁড়িয়েছে তা এখনও জানা যায়নি।
জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের তোলা অভিযোগের প্রসঙ্গে নিজের ফেসবুক থেকে আশফাকুল্লা নাইয়া বলেন, “মিথ্যাচার হয়েছে আমার নামে। রোগী দেখে-দেখে শেখা হয়। অপরাধ করা আর নিয়মের বাইরে কিছু ভালো কাজ করা, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। সঠিক চিকিৎসা দেওয়া হলে রোগী দেখা ও তাদের কষ্ট দূর করা পুণ্যের কাজ।”
অন্যদিকে, আরজি কর মামলা থেকে সরে দাঁড়ালেন সিনিয়র অ্যাডভোকেট বৃন্দা গ্রোভার ও তাঁর চেম্বার। সূত্রের খবর, কোনও অর্থ ছাড়াই তাঁরা লড়ছিলেন এবং কিছু কারণে মামলা থেকে সরে দাঁড়িয়েছেন, তবে রাজ্যসরকার, পুলিশ বা সিবিআইয়ের হস্তক্ষেপের কারণে নয়। তাঁরা সমস্ত কোর্টেই আবেদন করেছেন বলে খবর।