দেবজিৎ মুখার্জি, কলকাতা: আরজি কর মামলায় এবার নতুন মোড়! নতুন করে তদন্তের দাবিতে এবার আদালতের দ্বারস্থ হন অভয়ার মা-বাবা। তাঁদের অভিযোগ, তদন্তের নামে তথ্যপ্রমাণ লোপাট করা হয়েছে। এরপরই আদালতের তরফ থেকে সিবিআইকে মামলা সংক্রান্ত নথি পেশ করার নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে, ডাক্তারদের ধরনায় বসার শর্তসাপেক্ষ অনুমতি দেওয়া হয়। চৌরঙ্গী রোডের উপর অবস্থান বিক্ষোভে বসলেও ২০০ জনের বেশি লোককে নিয়ে বসা যাবেনা। এছাড়া পরবর্তী সব শর্ত চূড়ান্ত হবে শুক্রবার ২০ ডিসেম্বর।