দেবজিৎ মুখার্জী, কলকাতা: যেমন কথা তেমন কাজ! বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়েই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপিতে যোগ দেওয়ার কথা জানিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার, অর্থাৎ ৭ই মার্চ, তিনি সরকারিভাবে যোগ দিলেন গেরুয়া শিবিরে। তবে নেমেই প্রাক্তন বিচারপতি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শাসকদল তৃণমূল কংগ্রেসকে। সাংবাদিকদের সরাসরি জানিয়ে দিলেন যে তাঁর এবং গোটা দলের প্রধান লক্ষ্য বাংলা থেকে তৃণমূলকে বিদায় দেওয়া।
এদিন বেলা ১২টার কিছু পরে বাড়ি থেকে বেরোন অভিজিৎ। সেই মুহূর্তে তিনি উপস্থিত সকল সাংবাদিকদের জানান, “আমার আজ খুব ভালো লাগছে কারণ আজ আমি বিজেপিতে যোগ দেবো। একটা সর্বভারতীয় দলে আমি যোগ দিতে যাচ্ছি এবং আমাকে যা দায়িত্ব দেওয়া হবে, আমি সব পালন করবো। বিজেপি নেতারা আমার বাড়িতে এসেছেন।” দলের সল্টলেকের অফিসে পৌঁছতেই, সেখানে উপস্থিত সকল কর্মী-সমর্থকরা শঙ্খধ্বনি এবং পুষ্প বৃষ্টির মাধ্যমে তাঁকে স্বাগত করেন। পাশাপাশি ওঠে ‘জয় শ্রীরাম’ স্লোগানও।
দলের পতাকা তোলার পর তিনি বলেন, “আমি এক সর্বভারতীয় দলে যোগ দিলাম যার মাথায় রয়েছে নরেন্দ্র মোদী ও অমিত শাহের মতো ব্যক্তিরা। আজ বিশেষ কিছু বলার নেই তবে এটাই বলবো যে আমি দলের একজন একনিষ্ঠ সৈনিক হয়ে থাকতে চাই এবং আমাদের প্রধান লক্ষ্য বাংলার এই দুর্নীতিগ্রস্ত সরকারকে বিদায় দেওয়া এবং দেখা যাতে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে এরা ক্ষমতায় না আসে। আমার বিজেপিতে যোগ দেওয়ার মূল উদ্দেশ্য হলো তৃণমূল সরকারের বিরুদ্ধে লড়াইতে নামা। আমাকে যা দায়িত্ব দেওয়া হবে আমি তা অক্ষরে অক্ষরে পালন করবো।”