দেবজিৎ মুখার্জি, কলকাতা: কথায় আছে সংবাদমাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। সংবাদমাধ্যমের কাজই জনতার আওয়াজ ঘরে ঘরে পৌঁছে দেওয়া। সত্যের সন্ধান করতে গিয়ে অনেক সময় আক্রান্তও হতে হয় সাংবাদিকদের। সম্প্রতি, সাংবাদিকতা নিয়ে খোঁচা মেরে কথা বলেছিলেন প্রাক্তন বিচারপতি, তথা তমলুক বিজেপি প্রার্থী, অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জি ২৪ ঘন্টায় এক সাক্ষাৎকারে সঞ্চালিকা মৌপিয়া নন্দীকে এক প্রশ্নের উত্তরে তিনি ব্যক্তিগত আক্রমণ করেন।
এবার তাঁকে একহাত নিলেন কলকাতা হাই কোর্টের বিশিষ্ট আইনজীবী দেবরাজ মল্লিক। নিজের ফেসবুক থেকে লাইভ করে তিনি কটাক্ষ করেন বিজেপির এই প্রভাবশালী নেতাকে। আইনজীবী দেবরাজ মল্লিকের বক্তব্য, “উনি যেই পেশার সঙ্গে যুক্ত ছিলেন, সেই ভিত্তি থেকে দেখতে গেলে ওনার এটা মানায়না। উনি যা করেছেন, অত্যন্ত কদর্য কাজ করেছেন।”
ঘটনার সূত্রপাত এক প্রশ্ন থেকে। মৌপিয়া নন্দী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে একটি প্রশ্ন করেন যার পরিপ্রেক্ষিতে প্রাক্তন বিচারপতি জানান রাজ্য পুলিশকে তুলে নেওয়ার কথা তখনই পাল্টা প্রশ্ন করেন মৌপিয়া নন্দী, “এভাবে কি কোনদিন কেন্দ্র সরকার রাজ্য সরকারের ক্ষমতা কেড়ে নিতে পারে?” সেই প্রশ্নের উত্তরে তিনি শুরু করেন এই কথাটি বলে “আপনি যে মাইনে পান…….”।
এই ক্ষেত্রে আইনজীবী দেবরাজ মল্লিকের বক্তব্য, “মাইনেটা কি উনি দিচ্ছেন যে উনি এই কথাটি বলছেন? শ্রম আইন অনুযায়ী উনি কাজ করলে ওনার মাসিক বেতন পাওয়া প্রাপ্য।” এছাড়াও প্রাক্তন বিচারপতি প্রশ্ন সম্পর্কে তিনি বলেন, “এটা ৩৫৬ ধারা জারি করা হয়নি যে উনি এমন কথা বলেছেন। নির্বাচন কমিশন নির্বাচন করায় ঠিকই কিন্তু রাজ্য পুলিশেরও একটা ভূমিকা থাকে তাতে।” তিনি আরো স্পষ্ট করে জানান যে প্রাক্তন বিচারপতি যেই উত্তর দিয়েছেন তা অত্যন্ত অবান্তর এবং ব্যক্তিগত আক্রমণ ছাড়া আর কিছুই নয়।