দেবজিৎ মুখার্জি: ৬ই ডিসেম্বর শুরু হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সিরিজের দ্বিতীয় টেস্ট অ্যাডিলেডে। ইতিমধ্যেই ব্যাকফুটে আয়োজকরা। দ্বিতীয় টেস্টে সমতা ফেরাতে মরিয়া তারা। এমন পরিস্থিতিতে ম্যাচ শুরু হওয়ার ২৪ ঘন্টা আগেই দল ঘোষণা করে দেওয়া হলো তাদের তরফ থেকে। অধিনায়ক প্যাট কামিন্স জানিয়েছেন যে দলে মাত্র একটি পরিবর্তন হবে। চোটের কারণে খেলতে পারবেন না জস হ্যাজেলউড। তাঁর পরিবর্তে দলে জায়গা পেয়েছেন স্কট বোল্যান্ড।