দেবজিৎ মুখার্জি: রাজনৈতিক হিংসার মাঝে বাংলাদেশে বিজয় দিবস পালন হলেও অব্যাহত হুঁশিয়ারি ও পাল্টা হুশিয়ারি। বলা যায়, ঠিক যেন বিজয় দিবসেও জ্বলছে বাংলাদেশ। একদিকে, আইনজীবী রবীন্দ্র ঘোষ স্পষ্ট জানিয়ে দিলেন যে তিনি শুনানির আগেই ফিরবেন বাংলাদেশে এবং চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে ফের আদালতে প্রশ্ন করতে যাবেন। অন্যদিকে, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বাংলাদেশের দিকে কেউ চোখ রাঙালে, তার চোখ উপরে নেওয়া হবে।
আইনজীবী রবীন্দ্র ঘোষ এক সাক্ষাৎকারে নিজের অবস্থান স্পষ্ট জানান। তিনি বলেন, “আইনশৃঙ্খলা বলে এই মুহূর্তে কিছু নেই বাংলাদেশে। চিন্ময় কৃষ্ণ দাসের আওয়াজ ওঠানোতে ভয় পেয়েছে প্রশাসন এবং সেই কারণেই রাষ্ট্রদ্রোহের মামলা দেওয়া হয়েছে। তবে সত্যি বলতে উনি কোন অপরাধ করেননি। মরতে তো একদিন সকলকেই হবে। কিন্তু আমি মুক্তিযোদ্ধা এবং আমি লড়াই চালিয়ে যাবো। আমি ফের ২রা চট্টগ্রাম আদালতে চিন্ময় প্রভুর হয়ে প্রশ্ন করতে যাবো।”
অন্যদিকে, বিজয় দিবসের দিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ বাংলাদেশ বিরোধী শক্তিদের কড়া হুঁশিয়ারি দেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, “নরেন্দ্র মোদিকে এটা বলতে চাই আমি যে এটা বাংলাদেশ। সকল রাষ্ট্রের কাছে আমি এটা পরিষ্কার করে দিতে চাই যে ন্যায় ও সমতার ভিত্তিতেই তাদের সঙ্গে সম্পর্ক হবে আমাদের। কেউ যদি ভুলেও চোখ রাঙ্গায়, তার চোখ উপরে নেওয়া হবে। এখানে উগ্রবাদের কোন জায়গা হবেনা।”