দেবজিৎ মুখার্জি: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ নিজেদের নামে করলো বাংলাদেশ। ফাইনালে তারা পরাজিত করলো ভারতকে ৫৯ রানে। দুই দলেরই কোন ক্রিকেটার ব্যাট হাতে অর্ধশতরান বা শতরান করতে পারেননি। তবে ইকবাল হোসেন ইমন ও মহাম্মদ আজিজুল হাকিম তামিমের বিধ্বংসী বোলিংয়ে রীতিমতো তাসের ঘরের মতো গুঁড়িয়ে যায় ভারতের ব্যাটিং অর্ডার। ম্যাচের ও টুর্নামেন্টের সেরা হন ইকবাল হোসেন ইমন।
তবে এদিন ম্যাচ জিতে এক অবাক করা কীর্তি করে দেখালেন বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা। ম্যাচ শেষে মাঠেই বসে সাজদা করতে দেখা যায় তাঁদের। এই কীর্তিটি চোখের নিমেষে ভাইরাল হয়েছে চারিদিকে। এরপরই সমাজমাধ্যমে বইতে শুরু করে কমেন্টের বন্যা। অনেকে আবার অভিনন্দনও জানান দলের ক্রিকেটারদের। সবমিলিয়ে, এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেটারদের মাঠে সাজদা পড়া হয়ে উঠেছে একটি আলোচনার বিষয়।