দেবজিৎ মুখার্জি: বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাকর্তা, তথা লিবারাল ডেমোক্র্যাটিক পার্টির চেয়ারম্যান, অলী আহমেদ দিলেন ভারতে পরমাণু বোমা ফেলার হুমকি। বিজয় দিবসের সভায় তিনি বলেন, “বহু বন্ধু রাষ্ট্রের কাছে নিউক্লিয়ার বম্ব আছে এবং প্রয়োজনে আমাদের তারা সেটা দিতে রাজি। তাই আপনি ব্যবহার করবেন আর আমরা চুপচাপ বসে থাকবো, তা হয়না। এখান থেকেও পাল্টা আসবে। আমি নরেন্দ্র মোদিকে এটাই বলবো যে আমাদের বাংলাদেশের উপর নির্ভর করে আপনাদের অর্থনীতি। তাই আমাদের সঙ্গে লাগলে ক্ষতি হবে আপনারই।”