বিজ্ঞানকে সহজ করে তুলতে দুদিনের কর্মশালার আয়োজন বেস আন-নূর মডেল স্কুলে
মোঃ নাওয়াজ শরীফ, বঙ্গ-ভারতী নিউজ, দক্ষিণ দিনাজপুর: শিক্ষাক্ষেত্রে একটি নজিরবিহীন কাজ করে দেখালো দক্ষিণ দিনাজপুর জেলার বেস আন-নূর মডেল স্কুল। ক্ষুদে ছাত্রছাত্রীদের বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়াতে সম্প্রতি স্কুলের তরফ থেকে নেওয়া হয়েছিল একটি বিশেষ পদক্ষেপ, যা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে গোটা উত্তরবঙ্গে। শুধু শোরগোল ফেলাই নয়, সকলের দৃষ্টি আকর্ষণ ও প্রশংসাও কুড়িয়েছে। ছাত্রছাত্রীরা যে কতটা খুশি হয়েছে তা তাদের বক্তব্যেই স্পষ্ট বোঝা যাচ্ছে।
জানা গিয়েছে যে দুদিনের একটি বিজ্ঞান কর্মশালার আয়োজন করা হয়, যেখানে অংশগ্রহণ করেছিল ৩০০জন ছাত্রছাত্রী সহ ৩০জন শিক্ষক-শিক্ষিকা। বিজ্ঞানের ক্ষেত্রে দেখানো হয়েছিল বায়ুর চাপ, জলের সমোচ্চশীলতা ধর্ম, কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থে উষ্ণতার প্রভাব, আলোর বর্ণালী, বিচ্ছুরণ, প্রতিফলন প্রতিসরণ প্রভৃতি এক্সপেরিমেন্ট আর গণিতের ক্ষেত্রে কাগজ কেটে থার্মোকল দিয়ে কাগজ মুড়ে দেখানো হয়েছিল নানা বিষয়। পরিচালনার দায়িত্বে ছিলেন পদার্থবিদ্যার বর্ষীয়ান অধ্যাপক ড. বি.এন.দাস এবং গণিত বিভাগের বিশিষ্ট শিক্ষক ও লেখক নায়ীমুল হক।
এই প্রসঙ্গে স্কুলের সম্পাদক খাদেমুল ইসলাম বলেন, “এই ধরনের কর্মশালা ছাত্রছাত্রীদের কনসেপ্ট তৈরি করে। আমরা ভাবছি আগামী দিনে ছাত্রছাত্রীদের জন্য এমন একটি কর্মশালা আয়োজন করবো যা সাতদিন ধরে চলবে।” বাকি শিক্ষকরাও একই সুরে সুর মেলালেন। সকলেরই মত যে এভাবে ছাত্রছাত্রীদের আগ্রহ বাড়ার পাশাপাশি পড়াশোনাও সহজ হয়ে উঠবে। অন্যদিকে, স্কুলের ছাত্রছাত্রীরা জানিয়েছে যে তারা অত্যন্ত খুশি হয়েছে এই কর্মশালায় এবং পড়ার উৎসাহও বেড়ে গেছে।