দেবজিৎ মুখার্জি: একদিকে যখন বাংলাদেশ ইস্যু নিয়ে উত্তপ্ত গোটা বাংলাদেশ সহ গোটা ভারতবর্ষ, সেই আবহে বড় ঘোষণা করে বসলেন অসমের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা। আধার কার্ড ও এনআরসি নিয়ে তাঁর ঘোষণা যে এনআরসিতে আবেদন না করলে আধার কার্ড পাওয়া যাবেনা।
তিনি বলেন, “ওপার বাংলা থেকে অনুপ্রবেশ চিন্তা বাড়িয়েছে। গত দুই মাসে অনেককে গ্রেফতার করা হয়েছে অসম ও ত্রিপুরার পুলিশ ও বিএসএফের তরফ থেকে। ঠিক এই কারণেই আমরা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য। আমাদের সরকার আধার কার্ড ও এনআরসি নিয়ে কড়া অবস্থান নিচ্ছে।”
এরপরই তিনি করে বসলেন বিস্ফোরক ঘোষণা, “প্রাথমিক তথ্য যাচাইয়ের পর রাজ্য সরকারের কাছে সেই আবেদনপত্র যাচাইয়ের জন্য পাঠাবে ইউআইডিএআই। প্রথমেই আধার কার্ডের আবেদনকারী বা তাঁর মা-বাবা এনআরসিতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আবেদন করেছেন কিনা, সেটা দেখবেন স্থানীয় সার্কেল অফিসার। আবেদন না পাওয়া গেলে আধার কার্ডের আবেদনও বাতিল করে দেওয়া হবে। সোজা কোথায় আধার কার্ড মিলবেনা এনআরসিতে আবেদন না করলে।”