দেবজিৎ মুখার্জি: বাবাসাহেব আম্বেদকারকে নিয়ে অমিত শাহের বিস্ফোরক মন্তব্যকে ঘিরে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিলো সংসদ চত্বর। ধস্তাধস্তিতে জড়ালেন বিজেপি ও কংগ্রেস সাংসদরা। এর জেরে আহত হন দুই বিজেপি সাংসদ। দুজনেই হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের সঙ্গে দেখা করেন রাহুল গান্ধী। পাশাপাশি, ফোন করে খবর নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তোলে যে তাদের সংসদে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল। তবে যেহেতু রাহুল গান্ধীর ধাক্কায় আহত হন দুই বিজেপি সাংসদ, তাই তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। সমস্ত অভিযোগ অস্বীকার করেন রাহুল গান্ধী ও গোটা হাত শিবির। এই ইস্যুকে নিয়ে অশান্তি সৃষ্টি হয় কলকাতার এন্টালি এলাকাতেও।