দেবজিৎ মুখার্জী, কলকাতা: আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে বিজেপি মহিলা মোর্চার সঙ্গে ধস্তাধস্তি পুলিশের। সন্দেশখালি যাওয়ার পথে বাধার মুখোমুখি হতে হয় প্রতিনিধিধের। নিউটাউনে তাদের আটকে দেয় পুলিশ। বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে দুই পক্ষ এবং শেষে রাস্তায় বসে প্রতিবাদ দেখাতে শুরু করেন অগ্নিমিত্রা পল, ভারতী ঘোষ, লকেট চট্টোপাধ্যায়রা। তাদের রীতিমতো টেনেহিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয় বলে অভিযোগ। যদিও এটি প্রথম বার নয় এর আগেও বহুবার ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চা ও বাকি কর্মী-সমর্থকদের পুলিশি বাধার মুখোমুখি হতে হয়েছে।
পুলিশি বাধা নিয়ে সাংবাদিকদের সামনে মুখ খোলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেন, “সিঙ্গুর থেকে শুরু হয়েছিল তৃণমূল। এবার সন্দেশখালিতেই শেষ হবে ওরা। কি অবস্থা যে মহিলা পুলিশ বলছে নাটক করছেন? ওরা আমাদের মারছে, ঠেলছে। আপনারা দেখে নেবেন এদের উর্দি খুলে নেবে মহিলারা। মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের সম্মান দিতে জানেন না। পুলিশ তো ১৪৪ ধারা জারি করার অর্ডারও দেখাতে পারেনি।”
অন্যদিকে, এমন ধস্তাধস্তি ও উত্তপ্ত পরিস্থিতি নিয়ে মুখ খোলেন অগ্নিমিত্রা পলও। তাঁকে বলতে শোনা যায়, “আমি জানতে চাই যে ঠিক কি কারণে আমাদের বাধা দেওয়া হচ্ছে। আমাদের অর্ডার কপি দেখান। যদি সেটা আপনারা না দেখাতে পারেন তাহলে আমাদের বাধা দেওয়ার কোন অধিকার আপনাদের নেই। তাঁকে আটক করা হলে তিনি বলেন, “আপনাদের সঙ্গে তো কোন কথাই বলা যায়না দেখছি। কিছু বলতে গেলেই তো আপনারা আমাদের মহিলা মোর্চার প্রতিনিধিদের গাড়িতে তুলে নেন।”