দেবজিৎ মুখার্জি, মুর্শিদাবাদ: ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বাবরি মসজিদের পালটা রামমন্দির অস্ত্র বিজেপির। এখানেই শেষ নয়, এমনকি জমিও দেখা হয়ে গিয়েছে বলে দাবি করা হয়েছে বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি শাখারভ সরকারের তরফ থেকে। তবে তিনি প্রথম নন, এর আগে রাম মন্দির তৈরি করা নিয়ে অবস্থান স্পষ্ট করেছিলেন বঙ্গীয় হিন্দু সেনার সভাপতি অম্বিকানন্দ মহারাজ। তিনি জানিয়েছিলেন যে ২২টি রাম মন্দির তৈরি করা হবে জেলায়।
ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর বিধানসভায় বলেছেন, “বাবরি মসজিদ করবো বেলডাঙ্গায় এবং তার কাজ শুরু হবে ২০২৫ সালের ৬ ডিসেম্বর থেকে। মুর্শিদাবাদের ৭৫ শতাংশ মানুষই মুসলিম সম্প্রদায়ের এবং তাদের ভাবাবেগের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছি। একটি ট্রাস্ট তৈরি তৈরি করা হবে। মুখ্যমন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হবে।”
হুমায়ুন কবিরের বক্তব্যের পরই রাম মন্দির গড়ার কথা প্রকাশ্যে আনেন বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি শাখারভ সরকার। বুধবার বহরমপুর বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, “বহরমপুর লোকসভা কেন্দ্রেই রাম মন্দির তৈরি হবে ৬ই ডিসেম্বর। ১০ কোটি টাকা ব্যয় করা হবে। জানুয়ারির ২২ তারিখ থেকেই কাজ শুরু হবে। এর জন্য ট্রাস্ট তৈরির পাশাপাশি জমিও দেখা হয়ে গেছে। এর পরিকল্পনা আমাদের অনেক আগে থেকেই ছিল।”